এক অন্যরকম উত্তরপত্র

Showing posts with label PSC. Show all posts
Showing posts with label PSC. Show all posts

Tuesday, 29 March 2022

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিসিএস থেকে আসা প্রশ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিসিএস থেকে আসা প্রশ্ন অনেক সময় রিপিট হয় । গুরুত্বপূর্ণ কিছু দেখে রাখুন।

১। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস]

উত্তরঃ ৬টি।

২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস]

উত্তরঃ শুশুক।

৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস]

উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।

৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস]

উত্তরঃ তামা ও দস্তা।

৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস]

উত্তরঃ নিয়ত বায়ু।

৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস]

উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।

৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪ তম বিসিএস]

উত্তরঃ ইন্টারনেট।

৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস]

উত্তরঃ ২৩ জোড়া।

৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস]

উত্তরঃ এডিস মশা।

১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস]

উত্তরঃ গামা রশ্মি।

১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস]

উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।

১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস]

উত্তরঃ একই খরচ হবে।

১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস]

উত্তরঃ নিউট্রন ও প্রোটন।

১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস]

উত্ত

।।।।প্রাইমারী পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবে।।।।।

১। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস]

উত্তরঃ ৬টি।

২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস]

উত্তরঃ শুশুক।

৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস]

উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।

৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস]

উত্তরঃ তামা ও দস্তা।

৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস]

উত্তরঃ নিয়ত বায়ু।

৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস]

উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।

৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪ তম বিসিএস]

উত্তরঃ ইন্টারনেট।

৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস]

উত্তরঃ ২৩ জোড়া।

৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস]

উত্তরঃ এডিস মশা।

১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম বিসিএস]

উত্তরঃ গামা রশ্মি।

১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস]

উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।

১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস]

উত্তরঃ একই খরচ হবে।

১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস]

উত্তরঃ নিউট্রন ও প্রোটন।

১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম বিসিএস]

উত্তরঃ জেনেটিক্স 

১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস]

উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।

.

.

গণিতঃ

১৬। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩]

উত্তরঃ সমকোণী।

১৭। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫]

উত্তরঃ ৯ গুণ।

১৮। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪]

উত্তরঃ ১৬ গুণ।

১৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]

উত্তরঃ ৪ গুণ।

২০। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪]

উত্তরঃ ২২/৭

২১। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪]

উত্তরঃ ভূমি ×উচ্চতা।

২২। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১]

উত্তরঃ ১০০ কেজি।

২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪]

উত্তরঃ ৩৬০⁰

২৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২]

উত্তরঃ ৫০৫০।

২৫। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩]

উত্তরঃ ৫ সেন্টিমিটার।

২৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪]

উত্তরঃ (√3)/4 a²

২৭। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস]

উত্তরঃ ২০%

২৮। a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]

উত্তরঃ 3abc

২৯। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস]

উত্তরঃ ৫০%

৩০। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫]

উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।

.

.

সাধারণ জ্ঞানঃ

.

৩১। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস]

উত্তরঃ অস্ট্রিক।

৩২। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস]

উত্তরঃ ১৯৬৬ সালে।

৩৩। IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস]

উত্তরঃ ভিয়েনা।

৩৪। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস]

উত্তরঃ সিলেট।

৩৫। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস]

উত্তরঃ লন্ডন।

৩৬। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস]

উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।

৩৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস]

উত্তরঃ ১০ : ৬।

৩৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস]

উত্তরঃ সোনারগাঁও।

৩৯। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস]

উত্তরঃ ১৯২১ সালে।

৪০। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস]

উত্তরঃ বরিশাল।

৪১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস]

উত্তরঃ ১০ ডিসেম্বর।

৪২। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস]

উত্তরঃ সেন্টমার্টিন।

৪৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস]

উত্তরঃ ১১ টি।

৪৪। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস]

উত্তরঃ ১৬১০ সালে।

৪৫। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস]

উত্তরঃ ৫৪৩।

৪৬। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? [২৭, ২৬,২২তম বিসিএস]

উত্তরঃ ১৯৭৪ সালে।

৪৭। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? [২৫, ২১ তম বিসিএস]

উত্তরঃ ৬০ জন।

৪৮। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস]

উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।

৪৯। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫, ২৩ তম বিসিএস]

উত্তরঃ ইন্দোনেশিয়া।

৫০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [২৪, ১৬ ১৪ তম বিসিএস]

উত্তরঃ কামরুল হাসান।

৫১। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩, ২২ তম বিসিএস]

উত্তরঃ তৈরি পোশাক থেকে।

৫২। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস]

উত্তরঃ লালমনিরহাট জেলায়।

৫৩। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? [২২, ২০ তম বিসিএস]

উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।

৫৪। বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ? [২০, ১৯ তম বিসিএস]

উত্তরঃ ১৮ বছর।

৫৫। ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮, ১৪ তম বিসিএস]

উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।

.

.

বাংলা

.

৫৬। শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস]

উত্তরঃ মুমূর্ষু।

৫৭। ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস]

উত্তরঃ মুনীর চৌধুরী।

৫৮। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস]

উত্তরঃ ধাতু।

৫৯। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস]

উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।

৬০। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস]

উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।

৬১। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস]

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

৬২। ‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস]

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

৬৩। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস]

উত্তরঃ পত্রকাব্য।

৬৪। রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস]

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।

৬৫। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস]

উত্তরঃ প্রমথ চৌধুরী।

৬৬। কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস]

উত্তরঃ গোলাপ।

৬৭। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস]

উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।

৬৮। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস]

উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।

৬৯। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস]

উত্তরঃ ১৯৫৫ সালে।

৭০। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস]

উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

৭১। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস]

উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।

৭২। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস]

উত্তরঃ আষঢ়।

৭৩। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস]

উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।

৭৪। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস]

উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।

৭৫। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস]

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

অস্কার পুরস্কার-২০২২

 অস্কার পুরস্কার-২০২২

সেরা অভিনেতাঃ উইল স্মিথ

সেরা পরিচালকঃ জেন ক্যাম্পিওন

সেরা চলচ্চিত্রঃ কোডা

১০তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস প্রিলিতে আসা সকল বাগধারা একসাথে

 ১০তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস প্রিলিতে আসা সকল বাগধারা একসাথে 

১। সপ্তকাণ্ড রামায়ণ অর্থ (৪৩তম বিসিএস) 

= বৃহৎ বিষয় 

২। গড্ডলিকা প্রবাহ – এর গড্ডল অর্থ কী ? (৪৩তম বিসিএস) 

= ভেড়া 

৩। শরতের শিশির অর্থ ((৪০তম বিসিএস) 

= ক্ষণস্থায়ী 

৪। শিবরাত্রির সলতে অর্থ ((৪০তম বিসিএস) 

= একমাত্র সন্তান / বংশধর 

৫। ঢাকের কাঠি অর্থ ( ৩৩ ও ৩২তম বিসিএস) 

= তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি

৬।গাছপাথর অর্থ ( ৩২তম বিসিএস )

= হিসাব নিকাশ 

৭। রামগরুড়ের ছানা ( ২৩তম বিসিএস) 

= গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)

৮। চাঁদের হাট অর্থ (২০তম বিসিএস) 

= আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম 

৯। ব্যাঙের সর্দি (২০তম বিসিএস) 

= অসম্ভব ব্যাপার 

১০ । রাবণের চিতা ((১৪তম বিসিএস) 

= চির অশান্তি 

১১। ঢাকের বায়া ( ১৪তম বিসিএস )

= মূল্যহীন / অপ্রয়োজনীয়

১২। গোঁফ খেজুরে ( ১৩তম বিসিএস) 

= নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে

১৩। বক ধার্মিক ( (১২তম বিসিএস )

= ভণ্ড সাধু

১৪। বিড়াল তপস্বী ( ১২তম বিসিএস ) 

= ভণ্ড লোক

Tuesday, 4 August 2020

বাংলাদেশের উপজাতি_ক্ষুদ্র_জাতিসত্তা_নৃগোষ্ঠী - Tribes of Bangladesh

বাংলাদেশের উপজাতি_ক্ষুদ্র_জাতিসত্তা_নৃগোষ্ঠী নিয়ে একনজরেঃ

১। বাংলাদেশে বর্তমানে আদিবাসী বা উপজাতির সংখ্যা -৫০টি
নোটঃকম বা বেশি হতে পারে আপডেটটা জেনে নিবেন
২। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী - চাকমা
৩। সংখ্যাগত বিচারে বাংলাদেশের ২য় বৃহত্তম উপজাতি - মারমা (মগ)
৪। সংখ্যাগত বিচারে বাংলাদেশের ৩য় বৃহত্তম উপজাতি - সাঁওতাল
৫। রোহিঙ্গা জনগোষ্ঠী মূলত মায়ানমারের রাখাইন প্রদেশের। এরা বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছে।
৬। 'চাকমা' শব্দের অর্থ মানুষ। 'ম্রো' শব্দের অর্থও মানুষ।
৭। উপজাতিদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'বিরিশিরি' নেত্রকোনায় অবস্থিত।
৮। স্বাধীনতা যুদ্ধে একমাত্র বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মারমা অধিবাসী ইউ কে চিং।

৯। অঞ্চলভিত্তিক বিভিন্ন উপজাতিদের বসবাসঃ

দক্ষিণ-পূর্ব অঞ্চলঃ

চাকমা- পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) ও কক্সবাজার। তবে রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি চাকমা বসবাস করেন।

মারমা- পার্বত্য চট্টগ্রাম ( খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান)।মারমারা বহুপূর্বে 'মগ' নামে পরিচিত ছিলো।

ত্রিপুরা - পার্বত্য চট্টগ্রাম ( খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান), চট্টগ্রাম, নোয়াখালী। খাগড়াছড়ি ত্রিপুরাদের প্রধান আবাসস্থল। তারা 'টিপরা' নামেও পরিচিত।

মুরং - বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে তাদের বসবাস করতে দেখা যায়। তাদের 'ম্রো বা মারুসা' নামেও ডাকা হয়।

তঞ্চঙ্গ্যা- পার্বত্য চট্টগ্রাম ( রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান), চট্টগ্রাম, কক্সবাজার

লুসাই - পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন)
পাংখোয়া- রাঙ্গামাটি, বান্দরবান

খুমি - বান্দরবান

রাখাইন - পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার।
পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি রাখাইন রয়েছে। এরা মূলত মায়ানমার থেকে এসেছে।

বিঃদ্রঃ পার্বত্য চট্টগ্রামে ১১টি জাতিসত্তা বসবাস করে। তাদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, লুসাই, খুমি অন্যতম। ত্রিপুরাদের (টিপরা) বাংলাদেশের সিলেট ও কুমিল্লা জেলাতেও বসবাস করতে দেখা যায়।

উত্তর-পূর্ব অঞ্চলঃ

গারো - ময়মনসিংহ (গারো পাহাড়), শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল।
তাদের অন্যনাম ' মান্দি'

খাসিয়া- সিলেট ( জৈয়ন্তিকা পাহাড়), হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ।
তাদেরকে 'খাসি' বলেও আখ্যায়িত করা হয়।

মণিপুরী- মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ। তাদের প্রধান আবাসস্থল মৌলভীবাজার। তাদেরকে 'মৈ তৈ' নামেও অভিহিত করা হয়।

হাজং- ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিলেট

পাঙন- মৌলভীবাজার

উত্তর-পশ্চিমাঞ্চলঃ

সাঁওতাল - দিনাজপুর (প্রধান আবাসস্থল), রংপুর, নওগাঁ, রাজশাহী, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ।

রাজবংশী - রংপুর (প্রধান আবাসস্থল) ,দিনাজপুর, রাজশাহী, বগুড়া

ওরাওঁ - দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া

কোল - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। এরা 'মুন্ডা' নামেও পরিচিত।

বিঃদ্রঃ ময়মনসিংহ জেলাতেও রাজবংশী উপজাতির বসবাসের অস্তিত্ব রয়েছে।

১০। উপজাতিদের জীবনধারাঃ
বাংলাদেশের অধিকাংশ উপজাতিরা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার অন্তর্গত। নিচে কতিপয় পিতৃতান্ত্রিক উপজাতিদের সমাজব্যবস্থা আলোকপাত করা হলো-

★চাকমা সমাজঃ পিতৃতান্ত্রিক। গ্রামকে বলে 'আদাম বা পাড়া'। মৌজাপ্রধানকে
বলা হয় 'হেডম্যান'। তাদের প্রধান পেশা হলো কৃষি। জুমচাষ করাই
তাদের লক্ষ্য। উপজাতিদের মধ্যে চাকমারা সবচেয়ে বেশি শিক্ষিত।
★মারমা সমাজঃ পিতৃতান্ত্রিক। গ্রামকে বলে 'রোয়া'। মৌজাপ্রধান হলেন হেডম্যান।
মারমারা ১৯৬১ সালে 'মগ ' নাম পরিত্যাগ করে বর্তমান 'মারমা' নামটি
ধারণ করে। তাদের প্রধান কাজও কৃষি।
★সাঁওতাল- পিতৃতান্ত্রিক। সমাজের মূলভিত্তি হচ্ছে 'গ্রাম-পঞ্চায়েত'।
★ মণিপুরী - পিতৃতান্ত্রিক।
★ত্রিপুরা- পিতৃতান্ত্রিক। তারা দলবদ্ধভাবে বাস করে। দলকে তারা 'দফা' বলে।
★ মুরং- পিতৃতান্ত্রিক। তারা তাদের বাড়িকে 'কিম' বলে।
★লুসাই- পিতৃতান্ত্রিক।
★ওরাওঁ- পিতৃতান্ত্রিক। তাদের গ্রামপ্রধানকে 'মাহাতো' বলে।
★রাজবংশী- পিতৃতান্ত্রিক।
★হাজং- পিতৃতান্ত্রিক।
★খুমি- পিতৃতান্ত্রিক।

এবার কতিপয় মাতৃতান্ত্রিক উপজাতিঃ

★গারো সমাজ- মাতৃতান্ত্রিক। প্রথাগত আইন অনুযায়ী, পারিবারিক সম্পত্তির
মেয়েরা। গারো জনগোষ্ঠী নিজেদেরকে 'আচিকমান্দি' (পাহাড়ের মানুষ)
বলে পরিচয় দিয়ে থাকে।
★খাসিয়া - মাতৃতান্ত্রিক। খাসিয়া গ্রামগুলো 'পুঞ্জি' নামে পরিচিত। পুঞ্জিপ্রধানকে বলা হয় 'সিয়েম'। বাড়িতে মেহবান এলে তারা ' চা-পান-সুপারী' দিয়ে
আপ্যায়ন করে।

১১। উপজাতিদের ভাষাঃ
চাকমা - চাকমা ভাষা
মারমা- পালি/ প্রাইমাজা
সাঁওতাল - সাঁওতালি
ত্রিপুরা - ককবরক
গারো- আচিক খুসিক/ মান্দি
মুরং- ম্রো
মণিপুরী - মৈ তৈ/ মণিপুরী ভাষা
রাখাইন- আরাকানী/ রাখাইন ভাষা
ওরাওঁ- কুরুখ/ শাদরি
খাসিয়া- মন খেমে
হাজং- হাজং ভাষা
রাজবংশী- কামরূপী রাজবংশী
কোল- কোল/মান্দারী/ খেড়োয়াড়ী

১২। উপজাতিদের ধর্মঃ

আদিবাসীদের অধিকাংশ বৌদ্ধ ধর্মের অনুসারী

বৌদ্ধ ধর্মের অনুসারী- চাকমা, মারমা, মুরং, রাখাইন

হিন্দু ধর্মের অনুসারী - সাঁওতাল, ত্রিপুরা

সনাতন ধর্মের অনুসারী - মণিপুরী

খ্রিস্টান ধর্মের অনুসারী - গারো, খাসিয়া

 ইসলাম ধর্মের অনুসারী - পাঙন , মৈ তৈ পাঙন, লাউয়া

প্রকৃতির উপাসক- ওরাওঁ

১৩। উপজাতিদের উৎসবঃ
চাকমাঃ
বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু।
ফাল্গুনী পূর্ণিমা এদের ধর্মীয় উৎসব।

মারমাঃ
মারমা বর্ষবরণ উৎসবের নাম- সাংগ্রাই।

রাখাইনঃ
রাখাইন বড় ধর্মীয় উৎসব - বুদ্ধপূর্ণিমা
বর্ষবরণ উৎসবের নাম সান্দ্রে।
মুরংঃ
মুরংদের দেবতার নাম ওরেং
মুরং উপজাতির বর্ষবরণ উৎসবের নাম ছিয়াছত।

গারোঃ
গারোদের ধর্মীয় অনুষ্ঠানের নাম ওয়ানগালা।
বর্ষবরণ উৎসব বৈসাবি।

#তথ্য সহযোগিতায়ঃ মোঃ_দেলোয়ার_হোসেন
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,ডেমরা কলেজ,ঢাকা-১৩৬
মোঃ আনিছুর রহমান, সদস্য।
জাকির'স বিসিএস স্পেশাল'স।

Sunday, 23 April 2017

Daily Star Vocabulary 24-04-2017 Part-01

Daily Star Vocabulary 24-04-2017

###-Moving forward from the Rana Plaza tragedy ..(Editorial )
1. debris - ধ্বংসাবশেষ(relic,wreckage)
2. Inspection and remediation - পরিদর্শন এবং প্রতিকার
3. apathy - ঔদাসীন্য(nonchalance, indifference)
4. rehabilitate - পুনর্বাসন
5. reemploy - পুনর্নির্মাণ
6. preparedness for damage - ক্ষতির জন্য প্রস্তুতি
7. compensation programme - ক্ষতিপূরণ প্রোগ্রাম
### - Be combat-ready......(Front Page)
1. combat - যুদ্ধ
2. military amidst - মধ্যস্থতাকারী সামরিক বাহিনী
3. unremitting - অবিরাম
---------------------------------------------------------
###-Busting of extremists' dens ..............(sub editorial)
1. Busting - raid or search (premises where illegal activity is suspected).
2. extremists' dens - জঙ্গী ডেরা
3. procuring explosive materials - বিস্ফোরক দ্রব্যাদি সংগ্রহ করা
4. counterterrorism agencies - সন্ত্রাসবিরোধী সংস্থাগুলি
5. handmade detonators - হস্তনির্মিত বিস্ফোরক
6. improvised explosive device - উদ্ভাবিত বিস্ফোরক দ্রব্য
--------------------------------------------------
Full sub editorial......
Busting of extremists' dens
Stop militants from procuring explosive
materials
Quite a few extremist dens have been discovered by law enforcing and counterterrorism agencies across the country in recent times. We congratulate our law enforcers and counterterrorism experts for their most recent success in identifying and busting one such den in Jhenaidah, which was apparently being used as a bomb-making factory from where explosives were supplied to other militant dens. Consequently, the amount of bomb-making material that was discovered there is, indeed, concerning.
Besides a large number of handmade detonators, a pressure cooker bomb and a 7.65mm pistol, police also recovered 20 containers from the den, all filled with nearly 30 litres of hydrogen peroxide. According to bomb disposal experts, the material recovered could have been used to manufacture about 500 to 1,000 bombs the size of a grenade. Furthermore, they said that the chemical is locally available at a low price and is mainly used in laboratories at colleges or universities and big industries.
What is important for the authorities to find out now is how and from where the militants managed to procure such massive quantities of bomb-making material. Surely they must have obtained them in a planned way. Whereas small arms in the wrong hands are of course dangerous, what is perhaps even more dangerous because of their potential damage capacities are such small bombs and improvised explosive devices.
The authorities should thus make the procurement of such materials more difficult. Oversight in sales, purchases and uses of these items should be made a priority.

Saturday, 22 April 2017

প্রথম আলো - ২২ এপ্রিল ২০১৭

" দৈনিক প্রথম আলো " থেকে ২২ এপ্রিল-২০১৭/ ৯ বৈশাখ-১৪২৪



১) বাংলাদেশসহ দ.এশিয়ার দেশগুলো " আইপি অ্যাডেস" কিনে - সিঙ্গাপুরভিত্তিক " আইক্যান " প্রতিষ্ঠান থেকে
২) আইপি অ্যাড্রেস - ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস
৩) ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ইন্টারনেট সেবাগ্রহনকারীর সংখ্যা - ৬ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ( বিটিআরসি)
৪) এর মধ্যে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী - ৬ কোটি ৩০ লাখ ৭ হাজার
৫) ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে - ৫৪৯ টি আইএসপি প্রতিষ্ঠান
৬) টাঙ্গুয়ার হাওয়ার, মাটিয়ান হাওর, খরচার হাওয়ার যে জেলায় - সুনামগঞ্জে
৭) মাদার ফিশারিজ হিসেবে সংরক্ষিত - টাঙ্গুয়ার হাওয়ার
৮) টাঙ্গুয়ার হাওয়ারের অবস্থান - বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালঢের পাদদেশে
৯) ফসলি হাওয়ার নামে পরিচিত - মাটিয়ান হাওর ও খরচার হাওর
১০) রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র - ঈশ্বরদী, পাবনা
১১) বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী নারীদের - ৭৩% নারী সাইবার অপরাধের শিকার
১২) আর্নেসিক মোকাবিলায় - সেলেনিয়ামযুক্ত মসুর ডাল
১৩) এই ডাল আনা হয়েছে - কানাডা থেকে
১৪) এই মসুর ডাল উৎপাদিত হয় - কানাডার সাস্কেয়াচুন প্রদেশের পাহাড়ি এলাকায়
১৫) পূর্ণ বয়স্ক একজন নারীর দৈনিক - ৭৫ মি. গ্রা. ভিটামিন সি দরকার
১৬) পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক ভিটামিন সি দরকার - ৯০ মি. গ্রা
১৭) একটা কমলায় ভিটামিন সি থাকে - ৭০ মি. গ্রা
১৮) ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় - পেয়ারায়
১৯) আফগানিস্তানের রাজধানী - কাবুল
২০) কারঘা হ্রদ যে দেশে - কাবুল, আফগানিস্তান
২১) পানামা পেপার ফাঁস করেছিল - আইসিআইজে
২২) আইসিআইজে বলতে বুঝায় - ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেষ্টিগেটিভ জার্নালিষ্টস
২৩) প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ চলছে - ভেনেজুয়েলায়
২৪) ভেনেজুয়েলার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী - ডেলসি রদ্রিগেজ
২৫) ইরানের বর্তমান প্রেসিডেন্ট - হাসান রুহানি
২৬) ইরানের শীর্ষ আধ্যাত্নিক নেতা - আয়াতুল্লাহ আলী খামেনি
২৭) ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে - ২৩ এপ্রিল ২০১৭
২৮) যুক্তরাজ্যের জাতীয় পুলিশ কাউন্সিলের প্রধান - সায়মন চেষ্টারম্যান
২৯) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র - মেঘের অনেক রঙ
৩০) এই চলচ্চিত্রের পরিচালক - হারুনুর রশিদ
৩১) রাখাইনদের বসবাস - পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার
৩২) রাখাইন শব্দ " ক্যানছাই চোয়ান " থেকে এসেছে - কুয়াকাটা শব্দটি
৩৩) ১৭৮৪- ১৯০০ সালে বরিশাল উপকূলে রাখাইদের বসবাস ছিল - ৫০ হাজারের বেশি
৩৪) ১৯০০-১৯৪৮ সালে এর সংখ্যা দাঁড়ায় - ৩৫ হাজার
৩৫) ২০১৪ সালে এসে দাঁড়ায় - ২ হাজার ৫৬১ জন
৩৬) মোট রাখাইন গ্রাম ছিল - ২৩৭ টি
৩৭) হারিয়ে গেছে - ১৯২ টি রাখাইনগ্রাম
৩৮) রাখাইনদের শ্নশানকে বলা হয় - চানসাই
৩৯) পূর্বে এশিয়ান টাইগার বলা হত - সিঙ্গাপুর, দ. কোরিয়া, হংকং ও তাইওয়ানকে
৪০) নতুন করে এশিয়ান টাইগারে যুক্তহলো - বাংলাদেশ
৪১) অর্থনীতে দ্রুত অগ্রগতির জন্য এই দেশ গুলোকে বলা হয় - এশিয়ান টাইগার
৪২) এই তথ্য প্রকাশ করে - ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

Daily Star Vocabulary 22-04-2017 Part-02

Daily Star Vocabulary 22-04-2017


গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থসহ আজকের "The Daily Star" পত্রিকার সম্পাদকীয়। (তথ্য ও তত্ত্ব জানার পাশাপাশি English proficiency বৃদ্ধির উত্তম সুযোগ)
By: জুবায়রুল হাসান, শাবি
************************
1. aqua-life - জলজ প্রাণী
2. fortnight - পনেরো দিন, একপক্ষ
3. plight of - সঙ্কটাপন্ন অবস্থা
4. flash floods - আকস্মিক বন্যা
5. water haverotted - জলের স্রোত??
6. severe depletion - গুরুতর হ্রাস
7. species - প্রজাতি
8. aftermath of - পরিণাম
9. upstream - উজানমুখী
10. cognizance - অবগতি
11. eventually - অবশেষে
12. to preclude - প্রতিরোধ করা
13. launched - চালু করা
========================================
Deaths of aqua-life in haors
***
Determine the actual cause quickly
*************************
For the last fortnight the haors, in greater Sylhet particularly, have been in the news. First for the plight of the nearly quarter million people who are dependent on the haors for their livelihood. On that are the shocking pictures of large numbers of deaths of aqua-life following the flash floods. The argument that the un-harvested crops that went under water haverotted and might have caused the deaths holds no water since this is not the first time that these areas have been visited by flash floods. But we do not recall such deaths in the past.
*
It is also true that the waters of the haor areas have been contaminated to such an extent to have caused severe depletion of oxygen in the water affecting different species of fishes of that area. But this state of the haors have been there for quite some time. So why the deaths, and more so immediately in the aftermath of the flash flood caused by water from upstream?
*
In this regard we feel that the report in this paper on Friday suggesting that uranium might have something to do with the deaths should be taken into cognizance. Reportedly, the open uranium mines in Meghalaya, overflooded by rain, might have contaminated the water of the upstream rivers, and eventually our rivers.
*
However, we would like to put our faith in the statement of the Meghalaya deputy chief minister that uranium has nothing to do with it. And that makes the need for a quick analysis to preclude the presence of uranium and determine the real cause of the deaths. If need be a joint investigation can be launched with the Meghalaya government in this regard since marine life has been similarly affected in Meghalaya also.

টাইটানিক ডুবাকালীন সময়ে কাছাকাছি

ঐতিহাসিক কাহিনী:- টাইটানিক



১৯১২ সালের ১৫ এপ্রিলে টাইটানিক ডুবাকালীন সময়ে কাছাকাছি তিনটে জাহাজ ছিল।
প্রথম জাহাজটির নাম ছিল"স্যাম্পসন" :-
মাত্র সাত মাইল দূরে ছিল সেই জাহাজ। স্যাম্পসনের ক্যাপ্টেন এবং জেলেরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল তারা। পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টোদিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদুরে চলে যায়।
দ্বিতীয় জাহাজটির নাম ছিল "ক্যালিফোর্নিয়ান":
মাত্র চোদ্দ মাইল দুরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ঐ জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি।কিন্তু পরিস্থিতি অনুকুল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রিউএরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়।
শেষ জাহাজটির নাম ছিল "কারপাথিয়ান্স" :-
এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টোদিকে। ছিল প্রায় ৫৮ মাইল দুরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্ত চিৎকার।
জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর পুর্ণশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে।
ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে যান।
মনে রাখা ভাল এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার কিন্তু তাঁরাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যাঁরা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েবেন । ইতিহাস হয়তো মনে রাখবেনা তাঁদের কিন্ত মানুষের মুখে মুখে গাওয়া "লোকগাথা"য়
বন্দিত হবেন তাঁরাই যুগে যুগে।

Friday, 21 April 2017

দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে ২১ এপ্রিল-২০১৭/ ০৮ বৈশাখ-১৪২৪

আজকের " দৈনিক ইত্তেফাক " পত্রিকার
বাছাইকৃত Update তথ্য - যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ......
২১ এপ্রিল , ২০১৭
০৮ বৈশাখ , ১৪২৪
২৩ রজব , ১৪৩৮




¥¥¥ প্রধানমন্ত্রীর তিন দিনের ভুটান সফর :-
>> ভুটান সফর - ১৮/০৪/১৭ হতে ২০/০৪/ ১৭ খি: তিন দিন ।
>> সফরকালে ভুটানের সাথে তিনটি চুক্তি , চারটি সমঝোতা স্মারকসহ মোট আটটি দলিলে স্বাক্ষর ।
@@ চুক্তিসমূহ :
১- দ্বৈত কর পরিহার ।
২- সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা ।
৩- থিম্পুর হেজোতে বাংলাদেশ দূতাবাস নির্মাণের জন্য জমি দেওয়া ।
@@ সমঝোতা স্মারকসমূহ :-
১- দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্রানজিটের পণ্য পরিবহনের লক্ষ্যে অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার ।
২- দুই দেশের মাননিয়ন্ত্রণ সংস্হার সহযোগিতা ।
৩- ভুটানের কৃষি ও খাদ্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ , কৃষি ও বন মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা ।
৪- রয়েল ইউনিভার্সিটি অব ভুটানের সঙ্গে কুমিল্লা বার্ডের সহযোগিতা ।
>> " ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার " ( অটিজম বিষয়ক ) সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ও উদ্বোধন ।
@@ ভুটান সফরে প্রত্যাশা :-
১- বাংলাদেশ - ভুটান - ভারত - নেপাল ( বিবিআইএন ) চারদেশীয় মৌটরযান চুক্তি বাস্তবায়নের প্রত্যাশা ।
২- বাংলাদেশ , ভুটান ও ভারত ১ হাজার ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন জলবিদ্যু প্রকল্পে যৌথভাবে বিনিয়োগের প্রত্যাশা ।
>> ভুটান থেকে আমদানি পণ্যসমূহ - চুনাপাথর , জিপসাম ও ক্যালসিয়াম কার্বোনেট ।
>> ভুটানে রপ্তানি পণ্যসমূহ - তৈরি পোশাক , সিরামিকস , ঔষধ , পাট ও পাটজাত পণ্য , চামড়াজাত পণ্য , কৃষিজাত পণ্য ইত্যাদি ।
@# এক নজরে ভুটান :-
● ভুটান একটি রাজতান্ত্রিক দেশ ।
● ২০০৮ সালের ২৪ মে প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ।
● ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ।
● সর্বপ্রথম জনসম্মুখে ধূমপান নিষিদ্ধকারী দেশ ।
● প্রধানমন্ত্রী - দাসো তেসারিং তোবগে।
● রাজা - জিগমে খেসার নামগেল ওয়াংচুক ।
● রাণী - জেটসুন পেম ।
● পররাষ্ট্রমন্ত্রী - লিয়নপো দামচো দর্জি ।
● ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত - জিষ্ণু রায় চৌধুরী
● পারো বিমান বন্দর - ভুটানে অবস্হিত ।

¥¥¥ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সক্ষমতা সূচক প্রতিবেদন ২০১৭ :-
>> পর্যটক আকর্ষণে ১৩৬ টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৫ তম ।
>> পর্যটক আকর্ষণে ১ নম্বর দেশ - স্পেন ।
>> পর্যটক আকর্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্হানে - ভারত ।
●● বাংলাদেশের পর্যটন বিষয়ক আরও কিছু অবস্হান :-
>> ব্যবসার পরিবেশ - ১০৪ তম ।
>> অবকাঠামোগত অবস্হানে - ১৩৩ তম।
>> পর্যটন শিল্পের অগ্রাধিকারে - ১২৭ তম।
>> নিরাপত্তায় - ১২৩ তম।
>> বিমানবন্দর সুবিধায় - ১১৩ তম ।
>> সরকারি হিসাব অনুযায়ী - ২০১৬ সালে ৫ লাখের বেশি পর্যটক বাংলাদেশে এসেছে ।
¥¥¥ বাংলাদেশের আর্সেনিক পরিস্হিতি :-
>> দেশে বর্তমানে ৩ কোটি ২০ লাখ মানুষ মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পান করে ।
>> ২০১২ সালে বিশ্ব স্বাস্হ্য সংস্হা এর মতে বাংলাদেশে প্রতিবছর আর্সেনিকের বিষক্রিয়ায় ৪৩ হাজার মানুষ মৃত্যুবরণ করে ।
>> চাঁপাইনবাবগঞ্জের নলকূপের পানিতে দেশে প্রথম মাত্রাতিরিক্ত আর্সেনিক সনাক্ত হয় - ১৯৯৩ সালে ।
>> আর্সেনিক সমস্যা আছে - ৬১ জেলায় ।
>> জাতীয় আর্সেনিক নীতি প্রণয়ন - ২০০৪ সালে ।
>> আর্সেনিকোসিস - আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত রোগ ।
>> ২০১২ সালের তথ্য মতে বাংলাদেশে আর্সেনিকোসিস রোগীর সংখ্যা - ৬৫ হাজার ৯১০ জন ।
¥¥¥ ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই ) এক প্রতিবেদনের তথ্য মতে :-
>> জিডিপির তুলনায় বাজার মূলধনের আকার সবচেয়ে বড় - হংকং স্টক এক্সচেঞ্জের । জিডিপির তুলনায় বাজার মূলধন এক হাজার ৮৭ শতাংশ ।
>> জিডিপির তুলনায় বাজার মূলধনের আকার এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন - বাংলাদেশ । বাজার মূলধন জিডিপির ১৮ দশমিক ২৭ শতাংশ ।
>> এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পুঁজিবাজার - জাপানের ।
¥¥¥ খরচার হাওর ও শনির হাওর সুনামগঞ্জে অবস্হিত ।
¥¥¥ চট্টগ্রামের সাতকানিয়া অনুষ্ঠিত ১৩৮ তম মক্কার বলী খেলায় চ্যাম্পিয়ন হন - মো. আব্দুর রাকিব বলী ।
¥¥¥ সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি অবস্হিত - নোয়াখালীর কোম্পানীগঞ্জে । এ গ্যাসক্ষেত্রটির প্রাক্কলিত মজুদ ১২২ বিলিয়ন ঘনফুট ।
#####
আন্তর্জাতিক :-
¥¥¥ পানামা পেপারস কেলেঙ্কারি মামলা থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট ।
** ২০১৬ সালে পানামার আইনি পরামর্শক সংস্হা মোসাক ফনসেকার এক কোটির বেশি নথি ফাঁস করে । এর কিছু নথি থেকে জানা যায় , নওয়াজ শরীফ ও তাঁর ছেলে - মেয়ে একাধিক লেনদেনের মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছেন।
¥¥¥" সুপার আর্থ " একটি গ্রহ - যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন ।
>> এই গ্রহটির অন্য নাম - এলএইচএস ১১৪০ বি । এটি একটি পর্বতময় গ্রহ ।
>> এই গ্রহটি আমাদের সৌরজগত থেকে ৩৯ আলোকবর্ষ দূরে অবস্হিত ।
>> গ্রহটি প্রায় ৫০০ কোটি বছরের পুরোনো । পরিধির দিক থেকে এটি পৃথিবীর চেয়ে প্রায় ১ দশমিক ৪ গুণ বড় ।
¥¥¥ মংডু শহরটি অবস্হিত - মিয়ানমারে ।
¥¥¥ শ্যাটারড : ইনসাইড হিলারি ক্লিনটন'স ডুমড ক্যাম্পেইন বইটির রচিয়তা - সাংবাদিক জোনাথন অ্যালেন ও অ্যামি পার্নস ।
¥¥¥ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী - ম্যালকম টার্নবুল ।
¥¥¥ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী - রেক্স টিলারসন ।
¥¥¥ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - থেরেসা মে । লেবার দলের নেতা - জেরেমি করবিন ।
লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা - টিম ফ্যারন ।
¥¥¥ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল সংঘটিত । বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস।
¥¥¥ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেন - তামিম ইকবাল ।
Post ti kemon holo ei bishoye obbossoi Comment.. korben....

The Daily Star_Editorial: 22.04.2017

Daily Star Vocabulary 22-04-2017

###- The demographic catastrophe that launched Trump......(Editorial)
1. baffle - কিংকর্তব্যবিমূঢ় করা(elude,puzzle)
2. mendacious - মিথ্যাবাদী(untruthful, fictitious)
3. narcissist - স্বকামী ব্যক্তি
4. culinary programme - রন্ধনসম্পর্কীয় অনুষ্ঠান
5. disillusioned - মোহমুক্ত
6. Predominantly rural - মূলত গ্রামীণ
7. tumultuous economic change - তীব্র অর্থনৈতিক পরিবর্তন
8. Rising morbidity and mortality - ক্রমবর্ধমান রোগ এবং মৃত্যুহার
9. racial and ethnic group - নৃগোষ্ঠীগত এবং জাতিগত গ্রুপ
10. ethnic disparity - জাতিগত বৈষম্য
11. wage stagnation - মজুরি স্থিরতা
12. rekindle - পুনরুজ্জীবিত
13. blissfully unaware - অগোছালোভাবে অজানা
---------------------------------------------------------
###- Unbridled BCL men ..............(sub editorial)
1. Unbridled - লাগামহীন
2. reined - রাজত্ব
3. forced to postpone - স্থগিত করতে বাধ্য হয়েছিল
4. barred - নিষেধাজ্ঞা জারি করা
5. assaulting - মারধর
6. disruption - বিঘ্ন
7. punitive action - শাস্তিমূলক ব্যবস্থা
8. disturbing or manipulating - বিরক্ত বা হস্তক্ষেপ
9. impunity - মুক্তি
10. breaching discipline - শৃঙ্খলা লংঘন
11. cognizable offence - দোষী সাব্যস্ত অপরাধ
12. errant party - অসভ্য দল
13. exemplarily punished - উদাহরণস্বরূপ শাস্তি
14. political affiliation -রাজনৈতিক অন্তর্ভুক্তি
--------------------------------------------------
Full sub editorial......
Unbridled BCL men
When will they be reined in?
The Chittagong University authorities were forced to postpone a graduation test for journalism students on Thursday when activists of the Bangladesh Chhatra League (BCL) refused to allow examinees to enter the exam hall. And this because the university authorities did not allow one of their men to sit for the exam.
The activist in question was barred from taking the exam for assaulting another BCL leader with a deadly weapon. Is this type of behaviour acceptable on a university campus, or anywhere else, for that matter? Following such behaviour, did the authorities not have full right to bar the BCL man from sitting for the exam?
Yet, BCL men have made it a routine to cause such disruptions on university campuses and in other places, causing all sorts of problems for students and the public in general. And there has been little remorse or shame, and no punitive action at all, for the lawlessness of some of these cadres. There are numerous other similar examples in regards to BCL men disturbing or manipulating university activities, government tenders, etc.
It would not be wrong to suggest that things have gotten to this point because of the impunity that has been afforded to BCL men over the years. We are pleased to hear that on this instance the Chhatra League central executive committee has reportedly suspended two of the activists involved for "breaching discipline of the organisation". But is that enough for an act that is a cognizable offence? We hope that the errant party cadres will be exemplarily punished to send a message that no one, regardless of political affiliation, is above the law. 

দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে ২১ এপ্রিল ২০১৭/ ৮ বৈশাখ ১৪২৪ পর্ব-০২

" দৈনিক প্রথম আলো " পত্রিকা থেকে ২১ এপ্রিল ২০১৭/ ৮ বৈশাখ ১৪২৪



১. দেশে আর্সেনিক পরিস্থিতি:
_নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক প্রথম শনাক্ত হয় - ১৯৯৩ সালে। (চাঁপাইনবাবগঞ্জে)
_আর্সেনিক সমস্যা আছে - ৬১টি জেলা
_আর্সেনিকে আক্রান্ত রোগীদের - আর্সেনিকোসিস রোগী বলা হয়
_মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পান করে - ৩ কোটি ২০ লাখ মানুষ
_বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে - দেশে প্রতিবছর আর্সেনিকের বিষক্রিয়ায় ৪৩ হাজার মানুষের মৃত্যু হচ্ছে
_জাতীয় আর্সেনিক নীতিমালা হয় - ২০০৪ সালে
_স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী-
বছরে আর্সেনিকজনিত কারণে মানুষ মারা যায় - ৪৩০০০ জন
২০০৮ সালে আর্সেনিকে আক্রান্ত হয় - ২৪ হাজার ৩৮৯ জন।
২০১২ সালে আর্সেনিকে আক্রান্ত হয় - ৬৫ হাজার ৯১০ জন।
_আর্সেনিকোসিসের লক্ষণ:
সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিক দীর্ঘকাল (কমপক্ষে ছয় মাস) মানুষের শরীরে প্রবেশ করলে:-
**বুকে ও পিঠে ছোপ ছোপ বাদামি বা তিলের মতো কালো দাগ (মেলানোসিস)
**হাতের তালু ও পায়ের তলায় মিহি দানা বা চামড়া শক্ত বা খসখসে (কেরাটোসিস)
**হাতের তালু বা পায়ের তলায় কড়া (হাইপার কেরাটোসিস) দেখা দেয়
** বিষক্রিয়ার একপর্যায়ে ত্বকে ক্যানসার হয়।
২. প্রধানমন্ত্রীর ভুটান সফর:
_জলবিদ্যুৎ কেনা ও যান চলাচল শুরুর প্রত্যাশা প্রথম
_৭১’র এ মুক্তিযুদ্ধে ভুটানের অবদান : বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়
_৩টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সহ মোট ৮টি দলিল সই হয়।এগুলো হলো:-
#৩টি_চুক্তি:
ক. দ্বৈত কর পরিহার
খ. সাংস্কৃতিক বিনিময় সহযোগিতা
গ. থিম্পুর হেজোতে বাংলাদেশ দূতাবাস নির্মাণের জন্যে জমি দেওয়া
_#৪টি_সমঝোতা_স্মারক:
ক. অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার
খ. দুই দেশের মাননিয়ন্ত্রণ সংস্থার মধ্যে সহযোগিতা
গ. রয়েল ইউনিভার্সিটি অব ভুটানের সঙ্গে কুমিল্লা বার্ডের সহযোগিতা
ঘ.ভুটানের কৃষি ও খাদ্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাথে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা
_বাংলাদেশ,ভুটান ও ভারতের উদ্যোগে ১০২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ
_বাংলাদেশ - ভুটানের মধ্যে চালুকৃত স্থলবন্দরের রুট:
ক. তামাবিল-ডাউকি
খ. নাকুয়াগাওঁ - ডলু
গ. গোবরাকুড়া এবং কড়উতলী - গাসুয়াপাড়া
৩. শনির হাওর - সুনামগঞ্জে অবস্থিত
_হাওর অঞ্চলের প্রবাদ
**‘খরচার হাওরের ধান/ সারা বাংলার একবেলার প্রাণ’
**‘বর্ষায় নাও/ হেমন্তে পাও’
_হাওরের ঢেউ ও ঝড় - ‘আফাল-আউকি’ নামে পরিচিত
_সর্বপ্লাবী বন্যা - ‘নলতল বাইরা’ নামে পরিচিত
_জাদুকাটা নদী - বাংলাদেশ-ভারত সীমান্তের নদী
_পাটলাই নদ - সুনামগঞ্জে অবস্থিত
৪. পানামা পেপারস ফাঁসের পর অর্থ পাচারের অভিযোগ থেকে রক্ষা পেয়েছেন - পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
_রায় দেয় - সুপ্রিম কোর্ট
***প্রেক্ষাপট
_অভিযোগ উঠে : নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ, ছেলে হাসান ও হুসেইন নওয়াজের বিরুদ্ধে
_ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) ২০১৬ সালের এপ্রিলে পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটির বেশি নথি ফাঁস করে।
এসব নথিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রভাবশালী রাজনীতিবিদ ও শোবিজ তারকাদের বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং থেকে শুরু করে ছিল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নামও।
৬. ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানির নাম - শিটগো পেট্রোলিয়াম।
৭. ”শ্যাটারড: ইনসাইড হিলারি ক্লিনটন’স ডুমড ক্যাম্পেইন”
_যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা নিয়ে সদ্য প্রকাশিত বই
_রচনা করেন- সাংবাদিক জোনাথন অ্যালেন ও অ্যামি পার্নস

দৈনিক প্রথম আলো - ২১ এপ্রিল ২০১৭ পর্ব-০১

" দৈনিক প্রথম আলো " পত্রিকা থেকে ২১ এপ্রিল ২০১৭/ ৮ বৈশাখ ১৪২৪

১) বর্তমানে দেশে আর্সেনিকযুক্ত পানি পান করা মানুষ - ৩ কোটি ২০ লাখ
২) বাংলাদেশে প্রতিবছর আর্সেনিকের বিষক্রিয়ায় মারা যাচ্ছে - ৪৩ হাজার মানুষ ( ২০১২ সাল, WHO) 
৩) আর্সেনিক সমস্যা আছে - ৬১ জেলায়
৪) শনির হাওর - সুনামগঞ্জে
৫) বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে - ১৯৯৩ সালে, চাপাইনবাবগঞ্জে
৬) বিবিআইএন - বাংলাদেশ- ভুটান- ভারত- নেপাল
৭) মোটরযান চুক্তি হয় বিবিআইএন এর মধ্যে - ২০১৫ সালে
৮) বাংলাদেশ প্রথম স্বীকৃতি দেয় - ভুটান, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ( মাননীয় প্রধানমন্ত্রী)
৯) ১ হাজার ১২৫ মে. ওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে - বাংলাদেশ, ভুটান, ভারত
১০) শহীদ হাদিস পার্ক যে জেলায় - খুলনায়
১১) কুতুবদিয়াসহ বিভিন্ন দ্বীপ হারিয়ে যাচ্ছে - জলবায়ু পরিবর্তনের কারণে
১২) ভেনেজুয়েলার রাজধানী - কারাকাস
১৩) ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট - নিকোলাস মাদুরো
১৪) দ. আমেরিকার তেল সমৃদ্ধ দেশ - ভেনেজুয়েলা
১৫) " শ্যাটারডঃ ইনসাইড হিলারি ক্লিনটন'স ডুমড ক্যাম্পেইন " বইটির লেখক - জোনাথন ও অ্যামি পার্নস
১৬) যুক্তরাষ্টের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী - রেক্স টিলারসন
১৭) ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী - জাভেদ জারিফ
১৮) যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী - থেরেসা মে
১৯) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমানু চুক্তি হয়েছিল - ২০১৫ সালে
২০) অষ্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - ম্যালকম টার্নবুল
২১) জল উৎসব যাদের - মারমা
২২) বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য - হাজার বছরের
২৩) বেহুলার বাসরঘর - মহাস্থানগড়ে
২৪) সোমপুর বিহার - পাহাড়পুরে
২৫) পহেলা বৈশাখের প্রথম শোভাযাত্রা বের করা হয় - যশোরে
২৬) " বিদ্যা বিষয়ে উৎসাহ প্রদান করা ক্ষেত্রে জলসেচনের ন্যায় "" - মধুসূদন দত্ত
২৭) ১৯৬৭ সালের পহেলা বৈশাখ ছিল- ১৫ এপ্রিল ( কারাগারের রোজনামচ)
২৮) ১৯৬৭ সালের পহেলা বৈশাখে বঙ্গবন্ধু ছিলেন - কারাগারে ( কারাগারের রোজনামচা)
২৯) বছরে গড়ে দেশ থেকে অর্থ পাচার হয় - ৫৫০ কোটি ডলার
৩০) ছোট দ্বীপ রাষ্ট্র - মরিশাস
৩১) এফবিসিসিআই - বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন
৩২) বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্টদূত - থমাস প্রিনজ
৩৩) বাংলাদেশের মোট পোশাকের - ৫৫% রপ্তানি হয় ইইউতে
৩৪) যুক্ররাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক নির্বাচিত ভালো পোশাক কারখানার - ৭ টি বাংলাদেশে
৩৫) বাংলাদেশ বিশ্বের বৃহত্তম অর্তনীতির দেশে পরিণত হবে - ২০৩০ সালে
৩৬) আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূর্ণ হয়েছে - তামিম ইকবালের
৩৭) বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন - ১০ হাজার রানের ( তামিম ইকবাল)
৩৮) পর্যটক আকর্ষণে বিশ্বের ১৩৬ টি দেশের মধ্যে বাংলাদেশ - ১২৫ তম
৩৯)দ. এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান - ৫ ম
৪০) ২০১৫ সালের ১৪১ টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল - ১২৭ তম
৪১) অবকাঠামোতে বাংলাদেশ - ১৩৩ তম
৪২) পর্যটন শিল্পের অগ্রাধিকারে - ১২৭ তম
৪৩) নিরাপত্তায় - ১২৩ তম
৪৪) বিমানবন্দর সুবিধা - ১১৩ তম
৪৫) পর্যটক আকর্ষণে বিশ্বে প্রথম- স্পেন
৪৬) ১৪ টি সূচকের ভিত্তিতে পর্যটন শিল্পের উপর এই প্রতিবেদন প্রকাশ করে - ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

বঙ্গবন্ধু ও বাংলাদেশ

বঙ্গবন্ধু ও বাংলাদেশ



১। বঙ্গবন্ধু উপাধি> ২৩ফেব্রু ১৯৬৯সালে। তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে।
২। জাতির জনক> ৩মার্চ ১৯৭১। আ, স, আব্দুর রব। পল্টন ময়দানে
৩। রাজনীতির কবি(Poet of politics) > ৫ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে। 
৪। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান। ১৪এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়। 
৫। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি>৮জানু, ১৯৭২। 
৬। স্বদেশ প্রত্যাবর্তন >>> ১০জানুয়ারি ১৯৭২।
৭।আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার > ২২ ফেব্রু ১৯৬৯।
৮। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ।> ৫-৬ফেব্রু ১৯৬৬।
৯।ছয় দফা দিবস> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়। 
১০।বাংলাদেশ -এর নামকরণ করেন> ৫ডি: ১৯৬৯। 
১১। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। । সম্পাদক হন ১৬নভে:১৯৫৩। 
১২। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন> ১৯৬৬।
১৩।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।
/
১৯৭১ সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পানঃ
.................................................
১।৩মার্চ পল্টন ময়দানে "স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ" কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।
২।এপ্রিল মাসে "নিউজ উইক" ম্যাগাজিন ওনাকে "Poet of Politics" (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করে।
৩।মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল "সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস"।
=============== বঙ্গবন্ধু সম্পর্কিত ৪০টি প্রশ্ন
---------------------------------------------------
(১) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
(৩) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
৪) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
(৫) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে। (৬) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(৭) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(৮) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
(৯) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(১০) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
(১১) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(১২) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(১৩) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(১৪) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
(১৬) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(১৭) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(১৮) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(২০) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(২১) ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(২২) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(২৩) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
(২৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(২৫) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(২৬) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
(২৭) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(২৮) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(২৯) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।
(৩০) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(৩১) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
(৩২) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
(৩৩) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(৩৪) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
(৩৫) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(৩৬) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(৩৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(৩৮) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
(৩৯) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
(৪০) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
===========================
বঙ্গবন্ধু কত তারিখে শহীদ হন?
-----------------------------------
ইংরেজি ১৫ অগাস্ট ১৯৭৫
বাংলা ২৯ শ্রাবণ ১৩৮২
আরবি ৮ শাবান ১৩৯৫
সেদিন শুক্রবার ছিল।
২১শে ফেব্রুয়ারী ১৯৫২ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল বা তিনি কোথায় ছিলেন?
144 ভঙ্গকরলে তাঁকে জেলে যেতে হয়।
বঙ্গবন্ধুর শরীরে গুলি লেগেছিল কতটি?
১৮টি (৯-১০শ্রেণির বইয়ৈ)/২৯টি(সজীব ভাইভা/ওরাকল এ বই)?
বঙ্গবন্ধুকে কিভাবে গ্রেফতার করা হয়?
#অপারেশন_বিগ _বার্ড
How many times bangabandhu was arrested?
-- কোথাও ১৯ বার আবার কোথাও ২২ বার দেয়া আছে।১ম ১৯৩৮ সালে। /প্রশ্ন : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতবার গ্রেফতার হন?
-----------------------------------------------------------------------------
১৯৩৮ সালে মার্চ- এপ্রিল প্রথম জেল হয় ৭ দিনের জন্যে (অসমাপ্ত আত্মজীবনী)
১.১১ ই মার্চ১৯৪৮ শেখ মুজিব প্রথম গ্রেফতার হন।
২.১৪ ই অক্টোবর ১৯৪৯ শেখ মুজিব ২য় বার গ্রেফতার হন।
৩.১১ ই অক্টোবর ১৯৫৮ শেখ মুজিব ৩য় বার গ্রেফতার হন।
৪.৬ ই ফেব্রুয়ারি ১৯৬২ শেখ মুজিব ৪র্থ বার গ্রেফতার হন।
৫.১৮ই জানুয়ারি ১৯৬৮ শেখ মুজিব ৫ম বার গ্রেফতার হন।
৬.২৬ মার্চ ১৯৭১ শেখ মুজিব ষষ্ঠ বার গ্রেফতার হন।

এগুলো উল্লেখ যোগ্য । এছাড়াও অসংখ্যবার তিনি গ্রেফতার হন । কোথাও কোথাও ৩১বারের উল্লেখ আছে।
Bangladesh a nibondhito freedom fighters kotojon eder modhey nari freedom fighters kotojon ?
--204929. Women 203 Jon . সম্প্রতি ৪১জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয । মুক্তিযোদ্ধা হওয়ার সর্বনিম্ন বয়স > ১৩বছর। 
/
1971 মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবার কোথায় ছিল?
-- প্রথমে প্রতিবেশী মোশারফ হোসেন এর বাড়িতে, এরপর মগবাজার এ জনৈক মহিলার ফ্লাটে এবং সবশেষে ১৮ নম্বর রোডে...
বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় ২ জন নারী মন্ত্রী ছিলেন,,,,,
১. বদরুন নেছা আহমেদ- শিল্প প্রতিমন্ত্রী
২.বেগম নুরজাহান মোশের্দ - শ্রম প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর হত্যা মামলার পলাতক আসামী ও বর্তমান অবস্থান :
১. কর্নেল ( অব) খন্দকার রশীদ = লিবিয়া
২. লে. কর্নেল ( অব) শরিফুল হক ডালিম = কানাডা
৩. লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী = দক্ষিণ আফ্রিকা
৪. মেজর ( অব) নুর চৌধুরী = USA
৫. রিসালাদার মোসলেহ উদ্দিন = USA
৬. ক্যাপ্টেন ( অব) আবদুল মাজেদ = কেনিয়া।
কেন শেখ মুজিবকে ১৯৭২সালে শান্তিতে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয় ?

-বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতাকে ১৯৭২ সালে ১০ অক্টোবর জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। 
=================
বঙ্গবন্ধুর >> নিউক্লিয়াস
----------------------
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির মুক্তি জন্য বঙ্গবন্ধু ভিতরে ভিতরে ১৯৬২সালে তাঁর অনুগত কিছু ছাত্রনেতাদের নিয়ে েএকটি সংগঠন গোপনে প্রতিষ্ঠা যাকে নিউক্লিয়াস বলে । ছাত্রদের নেতাদের মধ্যে ছিলেন
১. সিরাজুল আলম খান
২. তোফায়েল আহমেদ
৩. ফজলুল হক মনি
৪.আব্দুর রাজ্জাক
৫.কাজী আরিফ
৬.মনিরুল ইসলাম (মার্শাল মনি) ও আরো কয়েকজন ।
বঙ্গবন্ধু নিউক্লিয়াসের সদস্যদের নিজের সন্তানদের মতোই আদর করতেন । নিউক্লিয়াসের প্রচেষ্টায় ১৯৬৪সালে বাংলাদেশ স্বাধীন করার কথা প্রচারে আসে। িএবং স্লোগান আসে বীর বাঙালি অস্ত্র ধর , বাংলাদেশ স্বাধীন কর ।
.
.
বঙ্গবন্ধুর >>>>> ৪খলিফা
----------------------------------
নিউক্লিয়াসের কর্মসূচি এগিয়ে নেয়ার জন্য ৪জন ছাত্রনেতাকে দায়িত্ব দেয়া হয় তারা হলেন
১. তত্কালীন ছাত্রলীগের সভাপতি >>> নূর আলম সিদ্দিকী
২. তত্কালীন ছাত্রলীগের সা. সম্পাদক >>>শাহাজান সিরাজ
৩. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত ভিপি >>> আ, স. ম , আব্দুর রব
৪. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত জি, এস >>>আব্দুল কুদ্দুস মাখন
.
.
মুজিব ব্যাটারি
.-------------
স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ১৯৭১সালের ২২জুলাই ভারতের কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট ‘মুজিব ব্যাটারি‘ ।
.
.
মুজিব বাহিনী
.
--------------------------
১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময় শুধু ছাত্রদের নিয়ে গঠিত মুক্তিবাহিনীকে বলা হয় মুজিব বাহিনী 
.
=================== প্রশ্ন:১৯৭৫সালের ১৫ই আগস্ট মোট কতজন নিহত হন?
----পরিবারের সদস্য ১৬ জন (বঙ্গবন্ধু সহ) । আর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন। মোট ১৭ জন
------------
.
বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিলো 
--অপারেশন বিগ বার্ড’ এর মাধ্যমে ।'
.
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই:
১. শেখ মুজিব আমার পিতা = প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২. মুজিব ভাই = এবিএম মুসা
৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার রহমান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী = কামাল উদ্দিন আহমেদ
৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন আহমেদ
৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক = প্রত্যয় জসিম
৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান =সিরাজ উদদীন আহমেদ
8. অসমাপ্ত আত্মজীবনী 
৯. জনকের মুখ (গল্পগ্রন্থ)
-----------------------------------
/
অসমা্প্ত আত্মজীবনী অনুবাদ 
. ,=================
১। চীনা ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> চাই সি
২। জাপানী ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> কাজুহিরো ওয়াতানাবে
৩। ইংরেজি ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> ফকরুল আলম
৪।আরবিতে অনুবাদ করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম পি
৫। হিন্দি (প্রস্তাবিত
৬। স্প্যানিশ((প্রস্তাবিত
---------------------------
"অসমাপ্ত আত্নজীবনী" সম্পর্কে কিছু তথ্য।
বইয়ের নামঃ
বাংলায় - অসমাপ্ত আত্নজীবনী।
ইংরেজীতে- Unfinished Memoirs.
প্রথম প্রকাশঃ ২০১২।
প্রকাশকঃ মহিউদ্দিন আহমেদ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
প্রচ্ছদঃ সমর মজুমদার।
কম্পিউটার ফরমেটিং: মোঃ নাজমুল হক।
কনসাল্টিং এডিটরঃ বদিউদ্দিন নাজির।
কম্পিউটার গ্রাফিক্স ও স্ক্যানঃ ধনেশ্বর দাশ চম্পক।
গ্রন্থস্বত্বঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট ২০১২।
পৃষ্ঠাঃ ৩২৯।
মূল্যঃ ৫২৫ টাকা।
রচনাকালঃ ১৯৬৬ - ৬৯।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায়।গ্রন্থটিতে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত ওনার আত্নজীবনী লিখেছেন।
আত্নজীবনীটি প্রকাশে যাঁরা নিরলসভাবে কাজ করেছেনঃ 
শেখ হাসিনা, শেখ রেহানা, আবদুর রহমান রমা, মনিরুন নেছা, ইতিহাসবিদ প্রফেসর এ এফ সালাহউদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর শামসুল হুদা হারুন, অধ্যাপক শামসুজ্জামান খান, বেবী মওদুদ।
ভূমিকা লিখেনঃ 
শেখ হাসিনা।প্রথমবার ২০০৭ সালে কারাবন্দী অবস্থায়, পরবর্তিতে ২০১০ সালে গণভবন থেকে।
বইটির প্রথম লাইনঃ "বন্ধুবান্ধবরা বলে তোমার জীবনী লেখ"।
শেষ লাইনঃ "তাতেই আমাদের হয়ে গেল"।
বঙ্গবন্ধুর লেখা আত্নজীবনীর ৪ খানা খাতা শেখ হাসিনার হাতে আসেঃ
বঙ্গবন্ধুর মহাপ্রয়াণের ২৯ বছর পর ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার পর পরই।
বঙ্গবন্ধু ওনার বাংলার মানুষদের একটি বিশেষণে বিশেষায়িত করতেন, সেটি হলঃ "দুঃখী মানুষ"।
অনুবাদঃ বইটি ইতোমধ্যে ৪ টি ভাষায় অনুদিত হয়েছে।এগুলো হল--
১।ইংরেজী। অনুবাদক - মোঃফকরুল আলম।
২।জাপানি।অনুবাদক - কাজুহিরো ওয়াতানাবে।
৩।আরবী। অনুবাদক - প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।
৪।চীনা।অনুবাদক - চাই সি।
এছাড়াও খুব শিঘ্রই হিন্দী ও স্প্যানিশ ভাষায় অনুদিত হবে।
বইটিতে যা আছেঃ 
আত্নজীবনী লেখার প্রেক্ষাপট, বংশ পরিচয়, শৈশব, শিক্ষাজীবন, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট সরকার, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন।এছাড়াও আছে লেখকের কারাজীবন, পিতা মাতা, সন্তান সন্ততি ও সর্বোপরি সর্বংসহা সহধর্মিণীর কথা।
বঙ্গবন্ধুকে বলা ওনার পিতার উক্তিঃ "Sincerity of purpose and honesty of purpose".
বঙ্গবন্ধুর মা শেরে বাংলাকে উদ্দেশ্য করে ওনাকে বলেনঃ 
"বাবা যাহাই কর, হক সাহেবের বিরুদ্বে বলিও না"।
শেরে বাংলা সম্পর্কে বঙ্গবন্ধুর উপলব্ধিঃ "শেরে বাংলা মিছামিছিই শেরে বাংলা হন নাই।বাংলার মাটি ও তাঁকে ভালবেসে ফেলেছিল।যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি, তখনই বাধা পেয়েছি"।
বঙ্গবন্ধু শেরে বাংলাকে নানা বলে ডাকতেন।বঙ্গবন্ধু সম্পর্কে শেরে বাংলার উক্তিঃ 
"আমি বুড়া আর মুজিব গুড়া, তাই ওর আমি নানা ও আমার নাতি"।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে উদ্দ্যেশ্য করে বঙ্গবন্ধুর অভিমানী উক্তিঃ
"If I am nobody, then why have you invited me? You have no right to insult me.I will prove that I am somebody. Thank you sir. I will never come to you again".
বঙ্গবন্ধু শেখ হাসিনা কে ডাকতেনঃ হাচু।
পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনের সময় অলি আহাদের প্রস্তাব ছিল, এর নামকরন "পূর্ব পাকিস্তান ছাত্রলীগ" করা হোক।
যাদের গান শুনে বঙ্গবন্ধু মুগ্ধ হয়েছিলেনঃ 
আব্বাসউদ্দিন আহমেদ, সোহরাব হোসেন, বেদারউদ্দিন সাহেব।
দার্শনিক বঙ্গবন্ধুঃ
১।একজন মানুষ হিসাবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি।একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়।এই নিরন্তর সম্পৃিক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।
২।রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্বীয়স্বজন ছেলেমেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।
বইটির এমন একটি ঘটনা বলুন, যা আপনাকে প্রবলভাবে নাড়া দেয়ঃ
(নিজের ভাষায়, এর উত্তরে আপনার নিজের যে অংশ ভালো লেগেছে তাই ই বলবেন)
নমুনাঃ
১।বঙ্গবন্ধু ছিলেন এমন একজন মানুষ, যাঁকে কোন বিশেষণে বিশেষায়িত করার মত শব্দভাণ্ডার আমার নেই।বঙ্গবন্ধু ওনার নিজের আত্নজীবনী লিখতে গিয়ে নিজেকে নয় বরং অন্যদেরকেই নায়ক করে তুলেছেন।যেমনঃ শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের জনপ্রিয়তাকে তিনি স্পষ্টভাবে বইটিতে ফুটিয়ে তুলেছেন।বঙ্গবন্ধু নির্ধিদ্বায় লিখেছেনঃ একদিন আমার মনে আছে একটা সভা করছিলাম আমার নিজের ইউনিয়নে, হক সাহেব কেন লীগ ত্যাগ করলেন, কেন পাকিস্তান চান না এখন? কেন তিঁনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রীসভা গঠন করছেন? এই সমস্ত আলোচনা করছিলাম, হঠাৎ একজন বৃদ্ধলোক যিনি আমার দাদার খুব ভক্ত, আমাদের বাড়িতে সকল সময়ই আসতেন, আমাদের বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন---- দাড়িয়ে বললেন, যাহা কিছু বলার বলেন, হক সাহেবের বিরুদ্বে কিছুই বলবেন না।তিঁনি যদি পাকিস্তান না চান, আমরাও চাইনা। জিন্নাহ কে? তার নামও তো শুনি নাই। আমাদের গরিবের বন্ধু হক সাহেব।বঙ্গবন্ধু একজন সাদা মনের মানুষ ছিলেন বিধায় তিঁনি লিখেছেন, শুধু এইটুকু না, যখনই হক সাহেবের বিরুদ্ধে কালো পতাকা দেখাতে গিয়েছি, তখনই জনসাধারণ আমাদেরকে মারপিট করেছে।অনেক সময় ছাত্রদের নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, মার খেয়ে।
২।১৯৩৭ সালে বঙ্গবন্ধু ওনার গৃহশিক্ষক আবদুল হামিদ এম এস সি এর উদ্বোগে মুসলমানবাড়ি থেকে প্রত্যেক রবিবার মুষ্ঠি ভিক্ষার চাল ওঠাতেন।এই চাল বিক্রি করে তিনি গরিব ছেলেদের বই এবং পরীক্ষার ও অন্যান্য খরচ দিতেন।
===============================
-বঙ্গবন্ধুর সাফল্য গাঁথা
---------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাংলাদেশ নামে এই মানচিত্রের স্বপ্নদ্রষ্টা, স্বপ্নের রূপকার। এই একটি সাফল্যই যথেষ্ট বঙ্গবন্ধুর অমরত্বের জন্য। কিন্তু বঙ্গবন্ধু কেবল জাতির জনক ছিলেন না। এই রাষ্ট্র বির্নিমানে ধাপে ধাপে রয়েছে তার বিচক্ষনতা, প্রজ্ঞা ও মেধা। বঙ্গবন্ধুর সাফল্য গাঁথা লিখে শেষ করবার মতো নয়। তারপরও তার উল্লেখযোগ্য কিছু সাফল্যের শিরোনাম এখানে উল্লেখ করা হলো-
● অসাম্প্রদায়িক রাজনীতির পুরোধা পুরুষ ছিলেন বঙ্গবন্ধু। ১৯৫৫ সালের ২১ অক্টোবর আওয়ামলী মুসলীম লীগ থেকে তিনি মুসলিম শব্দ বাদ দিয়ে অসাম্প্রদায়িক ‘আওয়ামী লীগ’ নামকরণ করেন।
● বাঙালির মুক্তির সনদ ৬ দফার প্রণেতা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবজ্ঞা পুরুষ।
● মুক্তিযুদ্ধের সফল রূপকার। তাঁর ৭ই মার্চের ভাষনই ছিলো গেরিলা যুদ্ধের কৌশল।
● একটি দেশ স্বাধীন হবার মাত্র ৫০ দিনের মাথায় সে দেশ থেকে বিদেশী সৈন্য প্রত্যাহার ছিলো একটি বিস্ময়কর ঘটনা। বঙ্গবন্ধুর প্রজ্ঞায় এবং দৃঢ় নেতৃত্বের কারণেই ১৯৭২ এর ১২ মার্চ ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয়।
● বঙ্গবন্ধু স্বাধীনতার মাত্র এক বছরের মধ্যে জাতিকে একটি আধুনিক, গণতান্ত্রিক সংবিধান উপহার দেন। ১৯৭২ এর ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়।
● ক্ষমতায় আসার মাত্র এক বছরের মধ্যে বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন।
● বঙ্গবন্ধু বাংলাদেশে একটি গণমুখী শিক্ষানীতি প্রণয়নের উদ্যেগ নেন। এলক্ষ্যে ১৯৭২ সালের ২৬ জুলাই ড: মুহাম্মদ কুদরত-এ-খুদাকে সভাপতি করে একটি শিক্ষা কমিশন গঠন করেন। কমিশন ১৯৭৪ সালের মে মাসে পূর্ণাঙ্গ রির্পোট পেশ করে।
● জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধোত্তর বাংলাদেশে কৃষি ক্ষেত্রে নেয়া হয়েছিল ব্যাপক কর্মসূচী। এর মধ্যে ছিলো ৪০ হাজার শক্তি চালিত লো লিফট পাম্প ২৯০০টি গভীর নলকূপ ও ৩০০০ অগভীর নলকূপ। ১৯৭২ সালের মধ্যেই জরুরী ভিত্তিতে বিনামূল্যে ১৬,১২৫ টন ধান বীজ, ৪৫৪ টন পাট বীজ এবং ১০৩৭ টন গম বীজ সরবরাহ করা হয়। ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা চিরতরে রহিত করা হয়।
● যুদ্ধ বিধ্বস্ত দেশে শিল্প কারখানা রক্ষায় বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২৬শে মার্চ জাতীয়করণ কর্মসূচী ঘোষণা করেন। এর ফলে যুদ্ধ বিধ্বস্ত দেমে শিল্প-কলকারখানা আবার চালু হয়। ব্যাংক, বীমা জাতীয়করনের ফলে গতি সঞ্চারিত হয়।
● প্রথম বাজেটে জনগনের উপর কোন কর আরোপ করা হয়নি।
● বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পূণ:গঠন করেন। সেনাবাহিনীর প্রশিক্ষনের জন্য বাংলাদেশ মিলিটারী একাডেমী প্রতিষ্ঠা করেন।
● বঙ্গবন্ধু সিভিল প্রশাসন পূণ: গঠন করেন।
● বঙ্গবন্ধুর শাসনামলে প্রথম এক বছরেই যুদ্ধ বিধ্বস্ত ২৮৭টি সেতুর মধ্যে ২৬২টি ২৭৪টি সড়ক সেতুর মধ্যে ১৭০টির মেরামত শেষ হয়। দশ কোটি টাকা ব্যয়ে যুদ্ধবিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান পূণ: নির্মাণ করা।
● বঙ্গবন্ধুর উদ্যোগে বাংলাদেশ স্বাধীনতার পর ১৪২টি দেশের স্বীকৃতি আদায় করেন। জোট নিরপেক্ষ আন্দোলন, জাতিসংঘ, কমনওয়েলথ এবং ওআইসির সদস্য লাভ করে বাংলাদেশ। বঙ্গবন্ধু প্রথম বাঙালি যিনি একটি দেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দেন।
./
ছয় দফা সম্পর্কিতঃ
৫ ফেব্রুয়ারি ১৯৬৬- লাহোরে বিরোধী দলসমুহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা পেশ।
২৩ মার্চ- ছয় দফার আনুষ্ঠানিক ঘোষণা।
৭ জুন- ঐতিহাসিক ছয় দফা দিবস। কারণ 7 জুন ছয় দফা দাবিতে মনু নিয়া সহ ১১ জন শহীদ হন। তাই ৭ জুন ছয় দফা দাবি দিবস।
5 February দাবি পেশ, 8 May মুজিবকে গ্রেফতার করে, 7 Jun কিশোর মনু মিয়া সহ ১১ জন শহীদ হন।।।।।
. ছয় দফা দাবি- >
বাঙালি জাতির মুক্তির সনদ । ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেলের সাথে তুলনা করা হয় । 
------------------------
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অরক্ষিত। নিরাপত্তাহীনতাবোধ এ অঞ্চলের জনগণের কাছে স্বায়ত্তশাসনের দাবিকে আরো প্রাসঙ্গিক করে তোলে। এ প্রেক্ষাপটে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য লাহোরে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লাহোরের সম্মেলনে তাঁর ছয় দফা দাবি উত্থাপন করেন। সংক্ষেপে দাবিগুলো হলো-
১. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানে ফেডারেল রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।
২. কেন্দ্রীয় সরকারের হাতে শুধু প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় থাকবে, অবশিষ্ট বিষয়গুলো থাকবে ফেডারেশনের ইউনিটগুলোর হাতে।
৩. দুটি পরস্পর বিনিময়যোগ্য মুদ্রা বা পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং ব্যবস্থাসহ একটি মুদ্রাব্যবস্থা থাকবে।
৪. ফেডারেশনের ইউনিটগুলোর হাতে থাকবে কর ধার্যের ক্ষমতা, তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য করের একটা নির্ধারিত অংশ নিয়ে কেন্দ্রীয় তহবিল গঠিত হবে।
৫. বৈদেশিক মুদ্রা আয় ও বৈদেশিক বাণিজ্যের বিষয়ে ফেডারেশনের ইউনিটগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
৬. প্রদেশগুলোর জন্য আধাসামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী থাকতে হবে।
স্বাধীনতার ঘোষনাপত্র অনুযায়ী কত তারিখ পর্যন্ত দেশ পরিচালিত হয়?
২৬ মার্চ ১৯৭১ থেকে ১০ মার্চ, ১৯৭২ পর্যন্ত বলবৎ ছিল। ১৯৭২ এর ১১ মার্চ Provisional Constitution of Bangladesh Order 1972 জারী করা হয়।
স্বধীনতার ঘোষনাপত্র কবে জারি হয় ?
স্বাধীনতার ঘোষনা পত্র= কার্যকর ঃ ২৬ মার্চ ৭১, জারিঃ ১০ এপ্রিল ৭১, গৃহীত ঃ ১৭ এপ্রিল ১৯৭১
.
স্বাধনীতার ঘোষণা 
.
This may be my last massage,from today Bangladesh is independent.I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have,to resist the army of occupation to the last.Your fight must go on until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved.
===================
তোফায়েল আহমেদের কী অথরিটি ছিল শেখ মুজিবুর রহমানকে "বঙ্গবন্ধু" উপাধি দেওয়ার?
যখন তিনি শেখ মুজিবুর রহমানকে "বঙ্গবন্ধু" উপাধি দেন তখন তিনি ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন ।
. তোফায়েল তখন প্রধান কয়েকজন ছাত্রনেতার একজন ছিলেন। তখন বঙ্গবন্ধুর নির্দেশে রাজনৈতিক কর্মসূচি বেশিরভাগই পালন করে থাকত ছাত্রসমাজ। সুতরাং, আমার মনে হয় একজন প্রথম সারীর ছাত্র নেতা হিসেবে তোফায়েলের সে অধিকার/অথরিটি ছিল।