এক অন্যরকম উত্তরপত্র

Tuesday, 29 March 2022

১০তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস প্রিলিতে আসা সকল বাগধারা একসাথে

 ১০তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস প্রিলিতে আসা সকল বাগধারা একসাথে 

১। সপ্তকাণ্ড রামায়ণ অর্থ (৪৩তম বিসিএস) 

= বৃহৎ বিষয় 

২। গড্ডলিকা প্রবাহ – এর গড্ডল অর্থ কী ? (৪৩তম বিসিএস) 

= ভেড়া 

৩। শরতের শিশির অর্থ ((৪০তম বিসিএস) 

= ক্ষণস্থায়ী 

৪। শিবরাত্রির সলতে অর্থ ((৪০তম বিসিএস) 

= একমাত্র সন্তান / বংশধর 

৫। ঢাকের কাঠি অর্থ ( ৩৩ ও ৩২তম বিসিএস) 

= তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি

৬।গাছপাথর অর্থ ( ৩২তম বিসিএস )

= হিসাব নিকাশ 

৭। রামগরুড়ের ছানা ( ২৩তম বিসিএস) 

= গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন)

৮। চাঁদের হাট অর্থ (২০তম বিসিএস) 

= আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম 

৯। ব্যাঙের সর্দি (২০তম বিসিএস) 

= অসম্ভব ব্যাপার 

১০ । রাবণের চিতা ((১৪তম বিসিএস) 

= চির অশান্তি 

১১। ঢাকের বায়া ( ১৪তম বিসিএস )

= মূল্যহীন / অপ্রয়োজনীয়

১২। গোঁফ খেজুরে ( ১৩তম বিসিএস) 

= নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে

১৩। বক ধার্মিক ( (১২তম বিসিএস )

= ভণ্ড সাধু

১৪। বিড়াল তপস্বী ( ১২তম বিসিএস ) 

= ভণ্ড লোক

0 comments:

Post a Comment