এক অন্যরকম উত্তরপত্র

Tuesday 14 February 2017

Khudiram Bose - ক্ষুদিরাম

একবার বিদায় দে মা ঘুরে আসি



একবার বিদায় দে মা ঘুরে আসি।
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।

কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে মাগো,
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংলন্ডবাসী।

হাতে যদি থাকতো ছোরা
তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো
রক্ত-মাংসে এক করিতাম
দেখতো জগতবাসী

শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে মাগো
হল অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি

বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি মাগো
তাদের নিয়ে ঘর করিস মা
ওদের করিস দাসী

দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি।



প্রেক্ষাপট

ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম বাঙালি বিপ্লবী যাকে ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল। ক্ষুদিরাম ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন। ১৯০৮ সালের ১১ অগস্ট তার ফাঁসির নির্দেশ কার্যকর হয়। ফাঁসির সময় তার বয়স ছিল ১৮। তার ফাঁসি উপলক্ষে তাকে বিদায় জানানোর জন্য এই গানটি রচিত হয়েছিল।


চিরবপ্লবী এক কিশোর -ক্ষুদিরাম বসু


ক্ষুদিরাম বসু (৩রা ডিসেম্বর ১৮৮৯ - ১১ আগস্ট ১৯০৮) ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ এক বিপ্লবী। ফাঁসি মৃত্যুর সময় তার বয়স ছিল ১৮ বছর, ৭ মাস ১১ দিন।

ক্ষুদিরাম বসু ডিসেম্বর ১৮৮৯ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরে্র কাছাকাছি হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ত্রৈলোক্য নাথ বসু ছিলেন নাদাজল প্রদেশের শহরে আয় এজেন্ট। তার মা লক্ষীপ্রিয় দেবী। তিন কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান। দুই পুত্র আগেই মৃত্যুবরণ করেন। অপর পূত্রের মৃত্যুর আশংকায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় বোনের কাছে তিন মুঠি খুদের (শস্যের খুদ) বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীতে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরাম বসু পরবর্তিতে তার বড় বোনের কাছেই বড় হন। 

ক্ষুদিরাম বসু তার প্রাপ্তবয়সে পৌঁছানোর অনেক আগেই একজন ডানপিটে, বাউণ্ন্ডুলে, রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিত লাভ করেন। ১৯০২-০৩ খ্রিস্টাব্দকালে যখন বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ এবং সিস্টার-নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করে জনসম্মুখে বক্তব্য রাখেন এবং বিপ্লবী দলগুলোর সাথে গোপন পরিকল্পনা করেন, তখন তরুণ ছাত্র ক্ষুদিরাম বিপ্লবে যোগ দিতে অনুপ্রাণিত হন। ১৯০৪ খ্রিস্টাব্দে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতর সাথে তামলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন। সেখানে তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এখানেই তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠেন।

ক্ষুদিরাম বসু তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বোস এর নিকট হতে এবং শ্রীমদ্ভগবদগীতা পড়ে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে বিপ্লব করতে অনুপ্রাণিত হন। তিনি বিপ্লবী রাজনৈতিক দল "যুগান্তর" এ যোগ দেন।

১৬ বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করেন। একের পর এক বোমা হামলার দায়ে ৩ বছর পর তাকে আটক করা হয়। যে বোমা হামলার জন্য তাকে মৃত্যদণ্ড দেয়া হয় তাতে ৩ জন ব্যক্তি প্রাণ হারিয়েছিল।

আজকে সময়ের পরিক্রমায় আরেক ১১ ই আগস্ট । আগস্ট যে বাঙ্গালিকে আর কত কাঁদাবে কে জানে।আসুন ই বীর এর কথা মনে করে হলেও আমরা শপথ নেই , নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে যাওয়ার । শপথ নেই জামাত - শিবির -হেফাজত -সব রকম ধর্ম ব্যবসায়ী , যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় তারুন্য , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।



সংগঠকের ভূমিকায় জেলা পরিক্রমণরত ক্ষুদিরাম।




ধরা পড়ার পর ক্ষুদিরাম।










Thursday 9 February 2017

BCS & JOB Preparation কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি,২০১৭ এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি,২০১৭ এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ,,
--------------------------------------------
--------------------------------------------

1/ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (BRRI) কতটি ধানের জাত উদ্ভাবন করেছে?
-
৮২ টি
2/
বাংলাদেশে কোন জাতের ধান সবচেয়ে বেশি আবাদ হয়?
-
বিআরটিএ ২৮
3/
বর্তমানে BEPZA ' অধীনে সরকারি আটটি ইপিজেডে কতটি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে?
-
৩৮ টি
4/
বাংলাদেশের কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে?
-
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক (কক্সবাজার)
5/
বাংলাদেশ কোন দেশে সর্বাধিক পাটজাত পন্য রপ্তানি করে?
-
তুরস্ক
6/
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) এর নিজস্ব ভবন কোথায়?
-
আগারগাঁও
7/
মজু চৌধুরীহাট নদীবন্দর কোথায় অবস্থিত?
-
লক্ষীপুর সদর
8/
বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
-
২৯ টি
9/
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
-
রাজারবাগ, ঢাকা
10/
পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-
ফরিদপুর
***
স্থানীয় সরকার(১১-১৫)
11/
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?
-
৪৯১ টি
12.
দেশের ৪৯১ তম উপজেলার নাম কি?
-
লালমাই (কুমিল্লা)
13/
লালমাই উপজেলার আয়তন কত?
-
১৪৭.০৩ বর্গকিলোমিটার
14/
বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কত?
-
৩২৭ টি
15/
দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?
-
দোহাজারি ( চট্টগ্রাম)
16/
পর্তুগালের গনতন্ত্রের জনক কে?
-
মারিও সোয়ারেস
17/
চাদেঁর বুকে অবতরণকারী সর্বশেষ নভোচারীর নাম কি?
-
ইউজিন সারনেন
১৮/ জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) -এর সদর দপ্তর কোথায় ? -ইনচিয়ন,দক্ষিণ কোরিয়া
***
মার্কিন যুক্তরাষ্ট্র(১৯-২২)
১৯/ যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে? -ডোনাল্ড ট্রাম্প
২০/ যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? - মাইক পেন্স
২১/ যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্তী কে? - রেক্স টিলারসন
২২/ বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্তী কে? - জেমস ম্যাটিস
২৩/ জানুয়ারি ২০১৭ G-7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে? - পাওলো জোন্তিলোনি (ইতালি)
২৪/ WTO' ১১তম মন্তী পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? - বুয়েন্স অায়ার্স,
অার্জেন্টিনা
২৫/ মানবদেহে অঙ্গের সংখ্যা কতটি? - ৭৯টি
২৬/ মানবদেহের ৭৯ তম অঙ্গ কোনটি ? - মেসেনটেরি
***
ফো়কাস ইকোনমিক্স আউটলুক ২০১৬(২৭-৩৫)
২৭/ তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? - ভারত
২৮/ পশম উৎপাদনর শীর্ষ দেশ কোনটি ? - চীন
২৯/ কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? - ব্রাজিল
৩০/ কোকো উৎপাদনে ব্যবহারে শীর্ষ দেশ কোনটি ? - অাইভরি কোস্ট
৩১/ চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? - ব্রাজিল
৩২/ গম উৎপাদনর ব্যবহারে শীর্ষ দেশ কোনটি ? - চীন
৩৩/ সয়াবিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? - যুক্তরাষ্ট্র
৩৪/ সয়াবিন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি ? - চীন
৩৫/ ভুট্রা উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি ? - যুক্তরাষ্ট্র
৩৬/ টেস্টে যে-কোন উইকেটে বাংলাদেশর সর্বোচ্চ রানের জুটি কত? - ২১৭ রান
***
ফিফা বর্ষসেরা ২০১৬(৩৭-৩৮)
৩৭/ বর্ষসেরা ফুটবলার কে? - রোনালদো
৩৮/ বর্ষসেরা নারী ফুটবলার কে? - কার্লি লয়েড
39/
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি নতুন বিভাগ গঠিত হয় কবে?
-
১৯ জানুয়ারি ২০১৭ বিভাগ দুটি - জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ
40/
স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?
-
হাতিয়া,নোয়াখালী
41/
স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?
-
জাহাইজ্জার চর
42/
দেশের ১১ তম শিক্ষা বোর্ড কোনটি?
-
ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক
43/
জানুয়ারি ২০১৭ বাংলাদেশ কোন সংস্থার স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে?
- Organization of American States(OAS)
44/
ডট বাংলা (.bangla) ডোমেইন উদ্বোধন করা হয় কবে?
-
৩১ ডিসেম্বর ২০১৬
45/
বিশ্বের বৃহত্তম বিজ্ঞান ক্লাস কবে,কোথায় অনুষ্ঠিত হয়?
-
১১ জানুয়ারি ২০১৭ ; কুলিয়াচর,কিশোরগঞ্জ
46/
দেশের ২৯ তম নদীবন্দর কোনটি?
-
মজু চৌধুরীরহাট নদীবন্দর, লক্ষীপুর
47/
অপারেশন জ্যাকপট - এর নেতৃত্বদানকারী ছিলেন কে?
-
কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী বীরবিক্রম,বীর উত্তম
48/
বাংলাদেশে শিক্ষাক্রমের পথিকৃৎ কে?
-
অধ্যাপক মুহাম্মদ আবদুর জব্বার
49/
দেশে প্রথম উটপাখির ছানা জন্ম নেয় কবে?
-
১৬ জানুয়ারি ২০১৭;
50/
জনগণ পুলিশ সদস্যের আদর্শ অনুপাত কত?
-
৪০০ :
৫১/ বর্তমানে বাংলাদেশে জনগণ পুলিশ সদস্যের অনুপাত কত?
-
৮২২:
৫২/ সন্ত্রাসবিরোধী ইসলামিক সামরিক জোট(IMAFT) কবে গঠন করা হয়?
-
১৫ ডিসেম্বর ২০১৫
৫৩/ IMAFT -সদর দপ্তর কোথায় অবস্হিত?
-
রিয়াদ, সৌদিআরব
৫৪/ বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?
-
বেইপানজিয়াং ( Beipanjiang),চীন
৫৫/ Android - এর উদ্ভাবক কে?
-
অ্যান্ডি রুবিন ( যুক্তরাষ্ট্র)
৫৬/ চীনের প্রথম মানবাকৃতির রোবটের নাম কি?
-
জিয়া জিয়া
৫৭/ Land of Ruby নামে পরিচিত কোন অঞ্চল?
-
মোগক উপত্যকা,মান্দাল
,মিয়ানমার
৫৮/ পিন্টারেস্ট কোন ধরনের ওয়েবসাইট?
-
ফটো শেয়ারিং
***
দুর্নীতি ধারণাসূচক২০১৬(৫৯-৬১)
৫৯/ কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
-
ডেনমার্ক নিউজিল্যান্ড (স্কোর ৯০)
৬০/ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
-
সোমালিয়া ( স্কোর ১০)
৬১/ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
-
উর্ধ্বক্রমে ১৪৫ তম নিম্নক্রমে ১৫ তম ( স্কোর ২৬)
***
ফোকাস ইকোনমিক্স আউটলুক২০১৬(৬২-৭০)
৬২/ স্বর্ণ উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
চীন
৬৩/ ইস্পাত উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
চীন
৬৪/ দস্তা উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
চীন
৬৫/ সীসা উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
চীন
৬৬/ তামা উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
চীন
৬৭/ অ্যালুমিনিয়াম উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
চীন
৬৮/ পেট্রোল উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
যুক্তরাষ্ট্র
৬৯/ প্রাকৃতিক গ্যাস উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
যুক্তরাষ্ট্র
৭০/ কয়লা উৎপাদন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-
চীন
70/ "
গেরিলা ৭১" গ্রন্থটি কার ?
-
বীরবিক্রম কর্নেল তৌফিকুর রহমানের
71/
জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
-
কালো ঘোড়া
72/
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ কবিতায় কে লাভ করেন?
-
আবু হাসান শাহরিয়ার
73/
বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার ২০১৬ কথাসাহিত্যে কে লাভভ করেন?
-
শাহাদুজ্জামান
74/
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ প্রবন্ধ গবেষণা কে লাভ করেন?
-
মোরশেদ শফিউল হাসান
75/
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ অনুবাদে কে লাভ করেন?
-
. নিয়াজ জামান
76/
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কে লাভ করেন?
-
ডা. এম হাসান
77/
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ আত্মজীবনী/
স্মৃতিকথায় কে লাভ করেন?
-
নূরজাহান বোস
78/
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ শিশুসাহিত্যে কে লাভ করেন?
-
রাশেদ রউফ
৭৯/ ব্লু ইকোনমি সেলের যাত্রা শুরু হয় কবে?
-
৫জানুয়ারি ২০১৭
৮০/ লন্ডনে অবস্থিত মাদাম তুসোর মোমের জাদুঘরের শাখা কোথায় স্থাপিত হতে যাচ্ছে?
-
ভারতের দিল্লিতে
৮১/ সার্কের বর্তমান আঞ্চলিক কেন্দ্র কয়টি?
-
৫টি
৮২/ সার্ক কৃষি কেন্দ্রের সদর দপ্তর কোথায়?
-
ঢাকা,বাংলাদেশ
৮৩/ সার্ক যক্ষ্মা এইডস কেন্দ্রের সদর দপ্তর কোথায়?
-
কাঠমন্ডু,নেপাল
৮৪/ সার্ক জ্বালানি কেন্দ্রের সদর দপ্তর কোথায়?-ইসলামাবাদ,পা
কিস্তান
৮৫/ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সদর দপ্তর কোথায়?
-
নয়াদিল্লী, ভারত
৮৬/ সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের সদর দপ্তর কোথায়?
-
কলম্বো, শ্রীলংকা
87/
জাতিসংঘের মহাসচিব বান কি মুন পদ ছাড়েন কবে?
-
৩১ ডিসেম্বর ২০১৬
88/
বান কি মুন কয় মেয়াদে মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন?
-
দুই মেয়াদে
89/
জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টেনিও গুতরেসে কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন?
-
পর্তুগালের
90/
অ্যান্টেনিও গুতরেসের বয়স কত? - ৬৭ বছর
৯১/ কত বছর মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যের কর্মসূচি শুরু হয়?
-
১৫ বছর
৯২/ টেকসই উন্নয়ন লক্ষ্যের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় কবে?
-
১জানুয়ারি ২০১৬
৯৩/ বৈশ্বিক লক্ষ্যমাত্রার মূল উদ্দেশ্য কি?
-
সকলের অংশগ্রহনে জনগণের জন্য বাসযোগ্য, শান্তিপূর্ণ সমৃদ্ধ পৃথিবী গড়ার প্রত্যয়
94/
উত্তর মহাসাগর কোন গোলার্ধে অবস্থিত?
-
উত্তর গোলার্ধে
95/
উত্তর মহাসাগরের ইংরেজী নাম কি?
- Arctic Ocean
96/
উত্তর মহাসাগরের অন্য নাম কি?
-
সুমেরু মহাসাগর,, সুমেরু ভুমধ্যসাগর
97/
অ্যান্টার্কটিকা মহাসাগর কোন গোলার্ধে অবস্থিত?
-
দক্ষিণ গোলার্ধে
98/
অ্যান্টার্কটিকা মহাদেশের ইংরেজী নাম কি?
- Southern Ocean
99/
অ্যান্টার্কটিকা মহাসাগরের অন্য নাম কি?
-
অস্ট্রাল মহাসাগর,,কুমেরু মহাসাগর
100/
উত্তর মহাসাগরের গভীরতম স্থানের নাম কি?
-
আর্কটিক বেসিন