এক অন্যরকম উত্তরপত্র

Showing posts with label Download Tips. Show all posts
Showing posts with label Download Tips. Show all posts

Friday 21 April 2017

Facebook থেকে ভিডিও ডাউনলোড - How to download Facebook Video

Facebook থেকে ভিডিও ডাউনলো


  
আমরা মাঝে মাঝেই Facebook বিভিন্ন ভিডিও দেখি তবে তা নামাতে চাইলেও নামানো যায় না। কিন্তু সমস্যা হলো এই সাইটটি কোনো ধরনের ডাউনলোড সাপোর্ট করেনা। মাঝে মাঝে আমরা কম্পিউটারে আলাদা ডাউনলোডার ইউস করি ডাউনলোড করার জন্য। কিন্তু মোবাইলে?????? আমার কাছে অনেকদিন ধরে এটি অসম্ভব ব্যাপারই ছিলো

Facebook 
থেকে ভিডিও নামানো খুবই কষ্টকর একটি কাজ। আর মোবাইল দিয়ে হলেতো কথাই নাই।অবশ্য নানা ধরনের ওয়েবসাইট থেকে ইদানীং 3gp ফরম্যাট ভিডিও নামানো যায়। ওগুলো সবসময় কার্যকরী নয়। আবার ওই ভিডিও গুলোর মান খুবই খারাপ হয়।

এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট,এতে করে আপনি mp4 কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোন এডঅনস ইউজ করতে হবে না।

চলুন দেখা যাক আমরা কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করব -

১। প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজার যান আপনার একাউন্ডটি Log in করুন।
২। তারপর m.facebook  যান। এবং আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন।
৩। এইবার দেখুন Download অপশানটি আপনার  সামনে চলে এল, Click করুন আর ডাউনলোড করে পেলুন সহজেই

এবার হয়ে যাক পছন্দের ভিডিওটি ডাউনলোড ♫   
ধন্যবাদ 


Thursday 20 April 2017

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড- How to download video From YouTube without any Soft.

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড



আমরা মাঝে মাঝেই ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও নামাতে চাই। কারন এটি এমন একটি সাইট যেখানে সব ধরনের ভিডিও পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো এই সাইটটি কোনো ধরনের ডাউনলোড সাপোর্ট করেনা। মাঝে মাঝে আমরা কম্পিউটারে আলাদা ডাউনলোডার ইউস করি ডাউনলোড করার জন্য। কিন্তু মোবাইলে?????? আমার কাছে অনেকদিন ধরে এটি অসম্ভব ব্যাপারই ছিলো।

ইউটিউব থেকে ভিডিও নামানো খুবই কষ্টকর একটি কাজ। আর মোবাইল দিয়ে হলেতো কথাই নাই।অবশ নানা ধরনের ওয়েবসাইট থেকে ইদানীং 3gp ফরম্যাট এ ভিডিও নামানো যায়। তবে এতে একটা কিন্তু আছে। ওগুলো সবসময় কার্যকরী নয়। আবার ওই ভিডিও গুলোর মান খুবই খারাপ হয়।

এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট,এতে করে আপনি 3gp,mp4,flv,webm এর যে কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোন এডঅনস ইউজ করতে হবে না।

চলুন দেখা যাক আমরা কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করব -

১। প্রথমেই আপনার মোবাইল ব্রাউজার থেকে মোবাইল ভিউ অপশনটি বন্ধ করুন।
২। তারপর YouTube এ যান।এবং আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন।
৩। এইবার এড্রেসবার এ যে লিঙ্কটি পাবেন, তার সামনে 10 যুক্ত করুন। (এরকম আরোও অনেকগুলো আছে যেমনঃ ss, kiss, vid, root etc… কিন্তু এগুলো সবগুলো তেমন কার্যকরী নয়)। ধরা যাক আপনি এই লিঙ্কটি ডাউলোড করতে চান। https://www.youtube.com/watch?v=azLiK9wdxl8 তাহলে এর আগে আপনি ss যুক্ত করবেন ফলে লিঙ্ক টি হবে এইরকম 10youtube.com/watch?v=azLiK9wdxl8

৪। এর পর এন্টার দিন। একটি পেজ আসবে, এই পেজ এর ডান দিকে আপনার ডাউনলোড লিঙ্কের ফরম্যাট গুলো পেয়ে যাবেন।

৫।ফরম্যাট ঠিক করে নিন এবং ডাউনলোড বাটনে চাপুন।

এবার হয়ে যাক আনলিমিটেড ডাউনলোড ☺♫
ধন্যবাদ