ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
ইউটিউব থেকে ভিডিও নামানো খুবই কষ্টকর একটি কাজ। আর মোবাইল দিয়ে হলেতো কথাই নাই।অবশ নানা ধরনের ওয়েবসাইট থেকে ইদানীং 3gp ফরম্যাট এ ভিডিও নামানো যায়। তবে এতে একটা কিন্তু আছে। ওগুলো সবসময় কার্যকরী নয়। আবার ওই ভিডিও গুলোর মান খুবই খারাপ হয়।
এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট,এতে করে আপনি 3gp,mp4,flv,webm এর যে কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোন এডঅনস ইউজ করতে হবে না।
চলুন দেখা যাক আমরা কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করব -
১। প্রথমেই আপনার মোবাইল ব্রাউজার থেকে মোবাইল ভিউ অপশনটি বন্ধ করুন।
২। তারপর YouTube এ যান।এবং আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন।
৩। এইবার এড্রেসবার এ যে লিঙ্কটি পাবেন, তার সামনে 10 যুক্ত করুন। (এরকম আরোও অনেকগুলো আছে যেমনঃ ss, kiss, vid, root etc… কিন্তু এগুলো সবগুলো তেমন কার্যকরী নয়)। ধরা যাক আপনি এই লিঙ্কটি ডাউলোড করতে চান। https://www.youtube.com/watch?v=azLiK9wdxl8 তাহলে এর আগে আপনি ss যুক্ত করবেন ফলে লিঙ্ক টি হবে এইরকম 10youtube.com/watch?v=azLiK9wdxl8
৪। এর পর এন্টার দিন। একটি পেজ আসবে, এই পেজ এর ডান দিকে আপনার ডাউনলোড লিঙ্কের ফরম্যাট গুলো পেয়ে যাবেন।
৫।ফরম্যাট ঠিক করে নিন এবং ডাউনলোড বাটনে চাপুন।
এবার হয়ে যাক আনলিমিটেড ডাউনলোড ☺♫
ধন্যবাদ