এক অন্যরকম উত্তরপত্র

Friday, 21 April 2017

দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে ২১ এপ্রিল ২০১৭/ ৮ বৈশাখ ১৪২৪ পর্ব-০২

" দৈনিক প্রথম আলো " পত্রিকা থেকে ২১ এপ্রিল ২০১৭/ ৮ বৈশাখ ১৪২৪



১. দেশে আর্সেনিক পরিস্থিতি:
_নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক প্রথম শনাক্ত হয় - ১৯৯৩ সালে। (চাঁপাইনবাবগঞ্জে)
_আর্সেনিক সমস্যা আছে - ৬১টি জেলা
_আর্সেনিকে আক্রান্ত রোগীদের - আর্সেনিকোসিস রোগী বলা হয়
_মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পান করে - ৩ কোটি ২০ লাখ মানুষ
_বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে - দেশে প্রতিবছর আর্সেনিকের বিষক্রিয়ায় ৪৩ হাজার মানুষের মৃত্যু হচ্ছে
_জাতীয় আর্সেনিক নীতিমালা হয় - ২০০৪ সালে
_স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী-
বছরে আর্সেনিকজনিত কারণে মানুষ মারা যায় - ৪৩০০০ জন
২০০৮ সালে আর্সেনিকে আক্রান্ত হয় - ২৪ হাজার ৩৮৯ জন।
২০১২ সালে আর্সেনিকে আক্রান্ত হয় - ৬৫ হাজার ৯১০ জন।
_আর্সেনিকোসিসের লক্ষণ:
সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিক দীর্ঘকাল (কমপক্ষে ছয় মাস) মানুষের শরীরে প্রবেশ করলে:-
**বুকে ও পিঠে ছোপ ছোপ বাদামি বা তিলের মতো কালো দাগ (মেলানোসিস)
**হাতের তালু ও পায়ের তলায় মিহি দানা বা চামড়া শক্ত বা খসখসে (কেরাটোসিস)
**হাতের তালু বা পায়ের তলায় কড়া (হাইপার কেরাটোসিস) দেখা দেয়
** বিষক্রিয়ার একপর্যায়ে ত্বকে ক্যানসার হয়।
২. প্রধানমন্ত্রীর ভুটান সফর:
_জলবিদ্যুৎ কেনা ও যান চলাচল শুরুর প্রত্যাশা প্রথম
_৭১’র এ মুক্তিযুদ্ধে ভুটানের অবদান : বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়
_৩টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সহ মোট ৮টি দলিল সই হয়।এগুলো হলো:-
#৩টি_চুক্তি:
ক. দ্বৈত কর পরিহার
খ. সাংস্কৃতিক বিনিময় সহযোগিতা
গ. থিম্পুর হেজোতে বাংলাদেশ দূতাবাস নির্মাণের জন্যে জমি দেওয়া
_#৪টি_সমঝোতা_স্মারক:
ক. অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার
খ. দুই দেশের মাননিয়ন্ত্রণ সংস্থার মধ্যে সহযোগিতা
গ. রয়েল ইউনিভার্সিটি অব ভুটানের সঙ্গে কুমিল্লা বার্ডের সহযোগিতা
ঘ.ভুটানের কৃষি ও খাদ্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাথে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা
_বাংলাদেশ,ভুটান ও ভারতের উদ্যোগে ১০২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ
_বাংলাদেশ - ভুটানের মধ্যে চালুকৃত স্থলবন্দরের রুট:
ক. তামাবিল-ডাউকি
খ. নাকুয়াগাওঁ - ডলু
গ. গোবরাকুড়া এবং কড়উতলী - গাসুয়াপাড়া
৩. শনির হাওর - সুনামগঞ্জে অবস্থিত
_হাওর অঞ্চলের প্রবাদ
**‘খরচার হাওরের ধান/ সারা বাংলার একবেলার প্রাণ’
**‘বর্ষায় নাও/ হেমন্তে পাও’
_হাওরের ঢেউ ও ঝড় - ‘আফাল-আউকি’ নামে পরিচিত
_সর্বপ্লাবী বন্যা - ‘নলতল বাইরা’ নামে পরিচিত
_জাদুকাটা নদী - বাংলাদেশ-ভারত সীমান্তের নদী
_পাটলাই নদ - সুনামগঞ্জে অবস্থিত
৪. পানামা পেপারস ফাঁসের পর অর্থ পাচারের অভিযোগ থেকে রক্ষা পেয়েছেন - পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
_রায় দেয় - সুপ্রিম কোর্ট
***প্রেক্ষাপট
_অভিযোগ উঠে : নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ, ছেলে হাসান ও হুসেইন নওয়াজের বিরুদ্ধে
_ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) ২০১৬ সালের এপ্রিলে পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটির বেশি নথি ফাঁস করে।
এসব নথিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রভাবশালী রাজনীতিবিদ ও শোবিজ তারকাদের বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং থেকে শুরু করে ছিল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নামও।
৬. ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানির নাম - শিটগো পেট্রোলিয়াম।
৭. ”শ্যাটারড: ইনসাইড হিলারি ক্লিনটন’স ডুমড ক্যাম্পেইন”
_যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা নিয়ে সদ্য প্রকাশিত বই
_রচনা করেন- সাংবাদিক জোনাথন অ্যালেন ও অ্যামি পার্নস

0 comments:

Post a Comment