এক অন্যরকম উত্তরপত্র

Friday, 21 April 2017

দৈনিক প্রথম আলো - ২১ এপ্রিল ২০১৭ পর্ব-০১

" দৈনিক প্রথম আলো " পত্রিকা থেকে ২১ এপ্রিল ২০১৭/ ৮ বৈশাখ ১৪২৪

১) বর্তমানে দেশে আর্সেনিকযুক্ত পানি পান করা মানুষ - ৩ কোটি ২০ লাখ
২) বাংলাদেশে প্রতিবছর আর্সেনিকের বিষক্রিয়ায় মারা যাচ্ছে - ৪৩ হাজার মানুষ ( ২০১২ সাল, WHO) 
৩) আর্সেনিক সমস্যা আছে - ৬১ জেলায়
৪) শনির হাওর - সুনামগঞ্জে
৫) বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে - ১৯৯৩ সালে, চাপাইনবাবগঞ্জে
৬) বিবিআইএন - বাংলাদেশ- ভুটান- ভারত- নেপাল
৭) মোটরযান চুক্তি হয় বিবিআইএন এর মধ্যে - ২০১৫ সালে
৮) বাংলাদেশ প্রথম স্বীকৃতি দেয় - ভুটান, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ( মাননীয় প্রধানমন্ত্রী)
৯) ১ হাজার ১২৫ মে. ওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে - বাংলাদেশ, ভুটান, ভারত
১০) শহীদ হাদিস পার্ক যে জেলায় - খুলনায়
১১) কুতুবদিয়াসহ বিভিন্ন দ্বীপ হারিয়ে যাচ্ছে - জলবায়ু পরিবর্তনের কারণে
১২) ভেনেজুয়েলার রাজধানী - কারাকাস
১৩) ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট - নিকোলাস মাদুরো
১৪) দ. আমেরিকার তেল সমৃদ্ধ দেশ - ভেনেজুয়েলা
১৫) " শ্যাটারডঃ ইনসাইড হিলারি ক্লিনটন'স ডুমড ক্যাম্পেইন " বইটির লেখক - জোনাথন ও অ্যামি পার্নস
১৬) যুক্তরাষ্টের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী - রেক্স টিলারসন
১৭) ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী - জাভেদ জারিফ
১৮) যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী - থেরেসা মে
১৯) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমানু চুক্তি হয়েছিল - ২০১৫ সালে
২০) অষ্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - ম্যালকম টার্নবুল
২১) জল উৎসব যাদের - মারমা
২২) বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য - হাজার বছরের
২৩) বেহুলার বাসরঘর - মহাস্থানগড়ে
২৪) সোমপুর বিহার - পাহাড়পুরে
২৫) পহেলা বৈশাখের প্রথম শোভাযাত্রা বের করা হয় - যশোরে
২৬) " বিদ্যা বিষয়ে উৎসাহ প্রদান করা ক্ষেত্রে জলসেচনের ন্যায় "" - মধুসূদন দত্ত
২৭) ১৯৬৭ সালের পহেলা বৈশাখ ছিল- ১৫ এপ্রিল ( কারাগারের রোজনামচ)
২৮) ১৯৬৭ সালের পহেলা বৈশাখে বঙ্গবন্ধু ছিলেন - কারাগারে ( কারাগারের রোজনামচা)
২৯) বছরে গড়ে দেশ থেকে অর্থ পাচার হয় - ৫৫০ কোটি ডলার
৩০) ছোট দ্বীপ রাষ্ট্র - মরিশাস
৩১) এফবিসিসিআই - বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন
৩২) বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্টদূত - থমাস প্রিনজ
৩৩) বাংলাদেশের মোট পোশাকের - ৫৫% রপ্তানি হয় ইইউতে
৩৪) যুক্ররাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক নির্বাচিত ভালো পোশাক কারখানার - ৭ টি বাংলাদেশে
৩৫) বাংলাদেশ বিশ্বের বৃহত্তম অর্তনীতির দেশে পরিণত হবে - ২০৩০ সালে
৩৬) আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পূর্ণ হয়েছে - তামিম ইকবালের
৩৭) বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন - ১০ হাজার রানের ( তামিম ইকবাল)
৩৮) পর্যটক আকর্ষণে বিশ্বের ১৩৬ টি দেশের মধ্যে বাংলাদেশ - ১২৫ তম
৩৯)দ. এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান - ৫ ম
৪০) ২০১৫ সালের ১৪১ টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল - ১২৭ তম
৪১) অবকাঠামোতে বাংলাদেশ - ১৩৩ তম
৪২) পর্যটন শিল্পের অগ্রাধিকারে - ১২৭ তম
৪৩) নিরাপত্তায় - ১২৩ তম
৪৪) বিমানবন্দর সুবিধা - ১১৩ তম
৪৫) পর্যটক আকর্ষণে বিশ্বে প্রথম- স্পেন
৪৬) ১৪ টি সূচকের ভিত্তিতে পর্যটন শিল্পের উপর এই প্রতিবেদন প্রকাশ করে - ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

0 comments:

Post a Comment