এক অন্যরকম উত্তরপত্র

Saturday 22 April 2017

প্রথম আলো - ২২ এপ্রিল ২০১৭

" দৈনিক প্রথম আলো " থেকে ২২ এপ্রিল-২০১৭/ ৯ বৈশাখ-১৪২৪



১) বাংলাদেশসহ দ.এশিয়ার দেশগুলো " আইপি অ্যাডেস" কিনে - সিঙ্গাপুরভিত্তিক " আইক্যান " প্রতিষ্ঠান থেকে
২) আইপি অ্যাড্রেস - ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস
৩) ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ইন্টারনেট সেবাগ্রহনকারীর সংখ্যা - ৬ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ( বিটিআরসি)
৪) এর মধ্যে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী - ৬ কোটি ৩০ লাখ ৭ হাজার
৫) ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে - ৫৪৯ টি আইএসপি প্রতিষ্ঠান
৬) টাঙ্গুয়ার হাওয়ার, মাটিয়ান হাওর, খরচার হাওয়ার যে জেলায় - সুনামগঞ্জে
৭) মাদার ফিশারিজ হিসেবে সংরক্ষিত - টাঙ্গুয়ার হাওয়ার
৮) টাঙ্গুয়ার হাওয়ারের অবস্থান - বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালঢের পাদদেশে
৯) ফসলি হাওয়ার নামে পরিচিত - মাটিয়ান হাওর ও খরচার হাওর
১০) রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র - ঈশ্বরদী, পাবনা
১১) বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী নারীদের - ৭৩% নারী সাইবার অপরাধের শিকার
১২) আর্নেসিক মোকাবিলায় - সেলেনিয়ামযুক্ত মসুর ডাল
১৩) এই ডাল আনা হয়েছে - কানাডা থেকে
১৪) এই মসুর ডাল উৎপাদিত হয় - কানাডার সাস্কেয়াচুন প্রদেশের পাহাড়ি এলাকায়
১৫) পূর্ণ বয়স্ক একজন নারীর দৈনিক - ৭৫ মি. গ্রা. ভিটামিন সি দরকার
১৬) পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক ভিটামিন সি দরকার - ৯০ মি. গ্রা
১৭) একটা কমলায় ভিটামিন সি থাকে - ৭০ মি. গ্রা
১৮) ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় - পেয়ারায়
১৯) আফগানিস্তানের রাজধানী - কাবুল
২০) কারঘা হ্রদ যে দেশে - কাবুল, আফগানিস্তান
২১) পানামা পেপার ফাঁস করেছিল - আইসিআইজে
২২) আইসিআইজে বলতে বুঝায় - ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেষ্টিগেটিভ জার্নালিষ্টস
২৩) প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ চলছে - ভেনেজুয়েলায়
২৪) ভেনেজুয়েলার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী - ডেলসি রদ্রিগেজ
২৫) ইরানের বর্তমান প্রেসিডেন্ট - হাসান রুহানি
২৬) ইরানের শীর্ষ আধ্যাত্নিক নেতা - আয়াতুল্লাহ আলী খামেনি
২৭) ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে - ২৩ এপ্রিল ২০১৭
২৮) যুক্তরাজ্যের জাতীয় পুলিশ কাউন্সিলের প্রধান - সায়মন চেষ্টারম্যান
২৯) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র - মেঘের অনেক রঙ
৩০) এই চলচ্চিত্রের পরিচালক - হারুনুর রশিদ
৩১) রাখাইনদের বসবাস - পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার
৩২) রাখাইন শব্দ " ক্যানছাই চোয়ান " থেকে এসেছে - কুয়াকাটা শব্দটি
৩৩) ১৭৮৪- ১৯০০ সালে বরিশাল উপকূলে রাখাইদের বসবাস ছিল - ৫০ হাজারের বেশি
৩৪) ১৯০০-১৯৪৮ সালে এর সংখ্যা দাঁড়ায় - ৩৫ হাজার
৩৫) ২০১৪ সালে এসে দাঁড়ায় - ২ হাজার ৫৬১ জন
৩৬) মোট রাখাইন গ্রাম ছিল - ২৩৭ টি
৩৭) হারিয়ে গেছে - ১৯২ টি রাখাইনগ্রাম
৩৮) রাখাইনদের শ্নশানকে বলা হয় - চানসাই
৩৯) পূর্বে এশিয়ান টাইগার বলা হত - সিঙ্গাপুর, দ. কোরিয়া, হংকং ও তাইওয়ানকে
৪০) নতুন করে এশিয়ান টাইগারে যুক্তহলো - বাংলাদেশ
৪১) অর্থনীতে দ্রুত অগ্রগতির জন্য এই দেশ গুলোকে বলা হয় - এশিয়ান টাইগার
৪২) এই তথ্য প্রকাশ করে - ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

0 comments:

Post a Comment