এক অন্যরকম উত্তরপত্র

Friday, 21 April 2017

দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে ২১ এপ্রিল-২০১৭/ ০৮ বৈশাখ-১৪২৪

আজকের " দৈনিক ইত্তেফাক " পত্রিকার
বাছাইকৃত Update তথ্য - যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ......
২১ এপ্রিল , ২০১৭
০৮ বৈশাখ , ১৪২৪
২৩ রজব , ১৪৩৮




¥¥¥ প্রধানমন্ত্রীর তিন দিনের ভুটান সফর :-
>> ভুটান সফর - ১৮/০৪/১৭ হতে ২০/০৪/ ১৭ খি: তিন দিন ।
>> সফরকালে ভুটানের সাথে তিনটি চুক্তি , চারটি সমঝোতা স্মারকসহ মোট আটটি দলিলে স্বাক্ষর ।
@@ চুক্তিসমূহ :
১- দ্বৈত কর পরিহার ।
২- সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা ।
৩- থিম্পুর হেজোতে বাংলাদেশ দূতাবাস নির্মাণের জন্য জমি দেওয়া ।
@@ সমঝোতা স্মারকসমূহ :-
১- দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্রানজিটের পণ্য পরিবহনের লক্ষ্যে অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার ।
২- দুই দেশের মাননিয়ন্ত্রণ সংস্হার সহযোগিতা ।
৩- ভুটানের কৃষি ও খাদ্যনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ , কৃষি ও বন মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা ।
৪- রয়েল ইউনিভার্সিটি অব ভুটানের সঙ্গে কুমিল্লা বার্ডের সহযোগিতা ।
>> " ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার " ( অটিজম বিষয়ক ) সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ও উদ্বোধন ।
@@ ভুটান সফরে প্রত্যাশা :-
১- বাংলাদেশ - ভুটান - ভারত - নেপাল ( বিবিআইএন ) চারদেশীয় মৌটরযান চুক্তি বাস্তবায়নের প্রত্যাশা ।
২- বাংলাদেশ , ভুটান ও ভারত ১ হাজার ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন জলবিদ্যু প্রকল্পে যৌথভাবে বিনিয়োগের প্রত্যাশা ।
>> ভুটান থেকে আমদানি পণ্যসমূহ - চুনাপাথর , জিপসাম ও ক্যালসিয়াম কার্বোনেট ।
>> ভুটানে রপ্তানি পণ্যসমূহ - তৈরি পোশাক , সিরামিকস , ঔষধ , পাট ও পাটজাত পণ্য , চামড়াজাত পণ্য , কৃষিজাত পণ্য ইত্যাদি ।
@# এক নজরে ভুটান :-
● ভুটান একটি রাজতান্ত্রিক দেশ ।
● ২০০৮ সালের ২৪ মে প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ।
● ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ।
● সর্বপ্রথম জনসম্মুখে ধূমপান নিষিদ্ধকারী দেশ ।
● প্রধানমন্ত্রী - দাসো তেসারিং তোবগে।
● রাজা - জিগমে খেসার নামগেল ওয়াংচুক ।
● রাণী - জেটসুন পেম ।
● পররাষ্ট্রমন্ত্রী - লিয়নপো দামচো দর্জি ।
● ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত - জিষ্ণু রায় চৌধুরী
● পারো বিমান বন্দর - ভুটানে অবস্হিত ।

¥¥¥ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সক্ষমতা সূচক প্রতিবেদন ২০১৭ :-
>> পর্যটক আকর্ষণে ১৩৬ টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৫ তম ।
>> পর্যটক আকর্ষণে ১ নম্বর দেশ - স্পেন ।
>> পর্যটক আকর্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্হানে - ভারত ।
●● বাংলাদেশের পর্যটন বিষয়ক আরও কিছু অবস্হান :-
>> ব্যবসার পরিবেশ - ১০৪ তম ।
>> অবকাঠামোগত অবস্হানে - ১৩৩ তম।
>> পর্যটন শিল্পের অগ্রাধিকারে - ১২৭ তম।
>> নিরাপত্তায় - ১২৩ তম।
>> বিমানবন্দর সুবিধায় - ১১৩ তম ।
>> সরকারি হিসাব অনুযায়ী - ২০১৬ সালে ৫ লাখের বেশি পর্যটক বাংলাদেশে এসেছে ।
¥¥¥ বাংলাদেশের আর্সেনিক পরিস্হিতি :-
>> দেশে বর্তমানে ৩ কোটি ২০ লাখ মানুষ মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পান করে ।
>> ২০১২ সালে বিশ্ব স্বাস্হ্য সংস্হা এর মতে বাংলাদেশে প্রতিবছর আর্সেনিকের বিষক্রিয়ায় ৪৩ হাজার মানুষ মৃত্যুবরণ করে ।
>> চাঁপাইনবাবগঞ্জের নলকূপের পানিতে দেশে প্রথম মাত্রাতিরিক্ত আর্সেনিক সনাক্ত হয় - ১৯৯৩ সালে ।
>> আর্সেনিক সমস্যা আছে - ৬১ জেলায় ।
>> জাতীয় আর্সেনিক নীতি প্রণয়ন - ২০০৪ সালে ।
>> আর্সেনিকোসিস - আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত রোগ ।
>> ২০১২ সালের তথ্য মতে বাংলাদেশে আর্সেনিকোসিস রোগীর সংখ্যা - ৬৫ হাজার ৯১০ জন ।
¥¥¥ ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই ) এক প্রতিবেদনের তথ্য মতে :-
>> জিডিপির তুলনায় বাজার মূলধনের আকার সবচেয়ে বড় - হংকং স্টক এক্সচেঞ্জের । জিডিপির তুলনায় বাজার মূলধন এক হাজার ৮৭ শতাংশ ।
>> জিডিপির তুলনায় বাজার মূলধনের আকার এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন - বাংলাদেশ । বাজার মূলধন জিডিপির ১৮ দশমিক ২৭ শতাংশ ।
>> এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পুঁজিবাজার - জাপানের ।
¥¥¥ খরচার হাওর ও শনির হাওর সুনামগঞ্জে অবস্হিত ।
¥¥¥ চট্টগ্রামের সাতকানিয়া অনুষ্ঠিত ১৩৮ তম মক্কার বলী খেলায় চ্যাম্পিয়ন হন - মো. আব্দুর রাকিব বলী ।
¥¥¥ সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি অবস্হিত - নোয়াখালীর কোম্পানীগঞ্জে । এ গ্যাসক্ষেত্রটির প্রাক্কলিত মজুদ ১২২ বিলিয়ন ঘনফুট ।
#####
আন্তর্জাতিক :-
¥¥¥ পানামা পেপারস কেলেঙ্কারি মামলা থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট ।
** ২০১৬ সালে পানামার আইনি পরামর্শক সংস্হা মোসাক ফনসেকার এক কোটির বেশি নথি ফাঁস করে । এর কিছু নথি থেকে জানা যায় , নওয়াজ শরীফ ও তাঁর ছেলে - মেয়ে একাধিক লেনদেনের মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছেন।
¥¥¥" সুপার আর্থ " একটি গ্রহ - যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন ।
>> এই গ্রহটির অন্য নাম - এলএইচএস ১১৪০ বি । এটি একটি পর্বতময় গ্রহ ।
>> এই গ্রহটি আমাদের সৌরজগত থেকে ৩৯ আলোকবর্ষ দূরে অবস্হিত ।
>> গ্রহটি প্রায় ৫০০ কোটি বছরের পুরোনো । পরিধির দিক থেকে এটি পৃথিবীর চেয়ে প্রায় ১ দশমিক ৪ গুণ বড় ।
¥¥¥ মংডু শহরটি অবস্হিত - মিয়ানমারে ।
¥¥¥ শ্যাটারড : ইনসাইড হিলারি ক্লিনটন'স ডুমড ক্যাম্পেইন বইটির রচিয়তা - সাংবাদিক জোনাথন অ্যালেন ও অ্যামি পার্নস ।
¥¥¥ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী - ম্যালকম টার্নবুল ।
¥¥¥ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী - রেক্স টিলারসন ।
¥¥¥ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - থেরেসা মে । লেবার দলের নেতা - জেরেমি করবিন ।
লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা - টিম ফ্যারন ।
¥¥¥ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল সংঘটিত । বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস।
¥¥¥ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেন - তামিম ইকবাল ।
Post ti kemon holo ei bishoye obbossoi Comment.. korben....

0 comments:

Post a Comment