এক অন্যরকম উত্তরপত্র

Friday, 21 April 2017

The Daily Star_Editorial: 21.04.2017

Daily Star Vocabulary 21-04-2017


###- The growing strategic importance of Bangladesh to China.....(Editorial)
1. enormous bilateral assistance - অসাধারণ দ্বিপাক্ষিক সহায়তা
2. littoral state - উপকূলীয় রাজ্য
3. consolidate influence - সুসংহত প্রভাব
4. investment pledge - বিনিয়োগ অঙ্গীকার
5. exert - জাহির করা(assert, advertise,show off)
6. repercussion - প্রতিক্রিয়া
7. lucrative market -লাভজনক বাজার
8. armament - রণসজ্জা
9. inevitably result - অনিবার্যভাবে ফলাফল
10. vigorously market - জোরালো বাজার
### - United we stand, overbooked we fall........(Opinion)
1. sumptuous - অতীব ব্যয়বহুল
2. aviation - বিমানচালনা বিদ্যা
3. mayhem - মারপিট
4. euphemism - শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতার পদের প্রয়োগ
---------------------------------------------------------
###-Killed for pursuing studies! ..............(sub editorial)
1. Reprehensible - নিন্দনীয়
2. alleged - কথিত
3. patriarchal society - পিতৃতান্ত্রিক সমাজ
4. expatriate worker - প্রবাসী শ্রমিক
5. inquest report - তদন্ত রিপোর্ট
6. physical abuse - শারিরীক নির্যাতন
--------------------------------------------------
Full sub editorial......
Killed for pursuing studies!
Reprehensible
Marufa Akhter is alleged to have been tortured and murdered by her in-laws over her decision to pursue higher secondary education after she was married off to a much older man in Jhalakathi. That her mother and Marufa opposed the marriage is of no consequence, as we live in a patriarchal society where fathers generally have the final say. Her husband is an expatriate worker and her in-laws did not take kindly to her attending college at Nalchity Degree College. Her mother alleges Marufa was tortured to death and the police inquest report states the body bore marks of injuries. The irony is that Marufa was a high performer in her secondary school certificate exams and had the support of her expatriate husband who encouraged her to study further.
We wonder what sort of a society condemns girls to physical abuse over education. The dark ages are upon us where in-laws now apparently have no qualms about resorting to violence in order to keep in check women who wish to break out of their surroundings through education, so that they may one day become empowered which only better education can ensure. This latest incident also brings to the fore the dangers presented by the practice of child marriage where a minor girl has little say in who she marries and when. We hope the police will be proactive in getting to the bottom of this alleged murder. Marufa's death should serve as a wakeup call for law enforcement because incidents like this are on the upswing nationwide and taking no action only encourages more of the same.

The Daily Star_Editorial: 20.04.2017

The Daily Star_Editorial: 20.04.2017



গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থসহ আজকের "The Daily Star" পত্রিকার সম্পাদকীয়। (তথ্য ও তত্ত্ব জানার পাশাপাশি English proficiency বৃদ্ধির উত্তম সুযোগ)
************************
1. hostage - জিম্মি
2. transportation abstention - পরিবহন ধর্মঘট
3. exhaustive negotiations - সামগ্রিক আলোচনা
4. comply with - মেনে চলা
5. Meanwhile - এদিকে, ইতিমধ্যে
6. inordinate hours - অতিরিক্ত সময়
7. vain hope - নিরর্থক আশা
8. In the midst of - এর মাঝে, ইতিমধ্যে
9. commuters in general - সাধারণ যাত্রীরা
10. sigh of relief - মুক্তির নিশ্বাস ফেলা
11. immense influence - অপরিমেয় প্রভাব
12. political clout -রাজনৈতিক আশ্রয়
13. respite - বিরতি
14. drastic action - কঠোর ব্যবস্থা
15. errant bus - ভ্রমণরত বাস
16. crux of the problem - সমস্যার মূল বিষয়
17. powerful portfolios - শক্তিশালী দফতর
18. salvaging - উদ্ধার
----------------------------------------------------------------------
Holding the government hostage
***
Transportation abstention called off
*********************
The latest transportation abstention in the city forces us to write yet another editorial on the matter. After exhaustive negotiations between the government and trade unions, the following was agreed upon: BRTA would stop its drive against buses overcharging in the name of “seating service” for 15 days, but these buses would comply with BRTA fare charts. Meanwhile, BRTA's mobile court drive will continue. Another meeting is scheduled to take place after this time period to decide whether authorities will take legal action against these bus services.
Dhaka residents had been forced to spend inordinate hours waiting on roads in the vain hope of struggling to get on overcrowded buses. In the midst of all this chaos, we were greeted by reports of the minister for Roads and Bridges expressing his helplessness to resolve the situation. While commuters in general will surely heave a sigh of relief, it is now obvious that some of the leading transport union leaders are also policymakers of the government – men of immense influence and political clout. The two weeks period that was agreed upon brings a very short respite for both commuters and authorities. We hope BRTA will remain firm and take drastic action should errant bus owners fail to stick to what has been agreed upon.
The crux of the problem remains the presence of people in government who hold powerful portfolios in ministries and are at the same time union leaders. There is conflict of interest and if we are even remotely interested in salvaging the transport sector from the rule of syndicates, then this requires the government to take steps against these vested elements within its ranks.

Facebook থেকে ভিডিও ডাউনলোড - How to download Facebook Video

Facebook থেকে ভিডিও ডাউনলো


  
আমরা মাঝে মাঝেই Facebook বিভিন্ন ভিডিও দেখি তবে তা নামাতে চাইলেও নামানো যায় না। কিন্তু সমস্যা হলো এই সাইটটি কোনো ধরনের ডাউনলোড সাপোর্ট করেনা। মাঝে মাঝে আমরা কম্পিউটারে আলাদা ডাউনলোডার ইউস করি ডাউনলোড করার জন্য। কিন্তু মোবাইলে?????? আমার কাছে অনেকদিন ধরে এটি অসম্ভব ব্যাপারই ছিলো

Facebook 
থেকে ভিডিও নামানো খুবই কষ্টকর একটি কাজ। আর মোবাইল দিয়ে হলেতো কথাই নাই।অবশ্য নানা ধরনের ওয়েবসাইট থেকে ইদানীং 3gp ফরম্যাট ভিডিও নামানো যায়। ওগুলো সবসময় কার্যকরী নয়। আবার ওই ভিডিও গুলোর মান খুবই খারাপ হয়।

এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট,এতে করে আপনি mp4 কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোন এডঅনস ইউজ করতে হবে না।

চলুন দেখা যাক আমরা কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করব -

১। প্রথমেই আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজার যান আপনার একাউন্ডটি Log in করুন।
২। তারপর m.facebook  যান। এবং আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন।
৩। এইবার দেখুন Download অপশানটি আপনার  সামনে চলে এল, Click করুন আর ডাউনলোড করে পেলুন সহজেই

এবার হয়ে যাক পছন্দের ভিডিওটি ডাউনলোড ♫   
ধন্যবাদ 


Thursday, 20 April 2017

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড- How to download video From YouTube without any Soft.

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড



আমরা মাঝে মাঝেই ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও নামাতে চাই। কারন এটি এমন একটি সাইট যেখানে সব ধরনের ভিডিও পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো এই সাইটটি কোনো ধরনের ডাউনলোড সাপোর্ট করেনা। মাঝে মাঝে আমরা কম্পিউটারে আলাদা ডাউনলোডার ইউস করি ডাউনলোড করার জন্য। কিন্তু মোবাইলে?????? আমার কাছে অনেকদিন ধরে এটি অসম্ভব ব্যাপারই ছিলো।

ইউটিউব থেকে ভিডিও নামানো খুবই কষ্টকর একটি কাজ। আর মোবাইল দিয়ে হলেতো কথাই নাই।অবশ নানা ধরনের ওয়েবসাইট থেকে ইদানীং 3gp ফরম্যাট এ ভিডিও নামানো যায়। তবে এতে একটা কিন্তু আছে। ওগুলো সবসময় কার্যকরী নয়। আবার ওই ভিডিও গুলোর মান খুবই খারাপ হয়।

এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট,এতে করে আপনি 3gp,mp4,flv,webm এর যে কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোন এডঅনস ইউজ করতে হবে না।

চলুন দেখা যাক আমরা কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করব -

১। প্রথমেই আপনার মোবাইল ব্রাউজার থেকে মোবাইল ভিউ অপশনটি বন্ধ করুন।
২। তারপর YouTube এ যান।এবং আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন।
৩। এইবার এড্রেসবার এ যে লিঙ্কটি পাবেন, তার সামনে 10 যুক্ত করুন। (এরকম আরোও অনেকগুলো আছে যেমনঃ ss, kiss, vid, root etc… কিন্তু এগুলো সবগুলো তেমন কার্যকরী নয়)। ধরা যাক আপনি এই লিঙ্কটি ডাউলোড করতে চান। https://www.youtube.com/watch?v=azLiK9wdxl8 তাহলে এর আগে আপনি ss যুক্ত করবেন ফলে লিঙ্ক টি হবে এইরকম 10youtube.com/watch?v=azLiK9wdxl8

৪। এর পর এন্টার দিন। একটি পেজ আসবে, এই পেজ এর ডান দিকে আপনার ডাউনলোড লিঙ্কের ফরম্যাট গুলো পেয়ে যাবেন।

৫।ফরম্যাট ঠিক করে নিন এবং ডাউনলোড বাটনে চাপুন।

এবার হয়ে যাক আনলিমিটেড ডাউনলোড ☺♫
ধন্যবাদ

Tuesday, 18 April 2017

SYMBOL TIPS

SYMBOL TIPS

প্রিয় পাঠক বৃন্দ,
আজকে আপনাদের জন্য খুব মজার কিছু কম্পিউটার টিপস নিয়ে হাজির হয়েছে। আপনাদের মধ্যে যারাই কম্পিউটারে লেখা লেখি করেন তাদের জন্য এই পোস্টটি অনেক কাজের একটি পোস্ট। যেমন কম্পিউটারের কীবোর্ড দিয়ে লেখার সময় আমাদের প্রায় সময়ই বিভিন্ন SYMBOL বা চিহ্ন ব্যবহার করতে হয় কিন্তু আমাদের অনেকেই এই চিহ্নগুলো কিভাবে একটি নির্দিষ্ট লেখার ভিতর দিতে হয় তা জানিনা!! তাই আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব দ্রুত কীবোর্ড দিয়ে শটকাট কি ব্যবহার করে যেকোনো লেখার ভিতর বিভিন্ন প্রয়োজনীয় SYMBOL বা চিহ্ন দেওয়া যায়। বন্ধুরা আমরা নিচে একটি লিস্ট দিয়ে দিলাম যেখানে বেশ কিছু প্রয়োজনীয়  SYMBOLS বা চিহ্নের শর্টকাট কী রয়েছে। আপনারা সেখানে দেওয়া নাম্বার গুলো মনে রাখলেই খুব সহজে এই চিহ্ন গুলো লেখার মাঝে ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে কীবোর্ড এর Alt বাটন চেপে ধরে রেখে কীবোর্ড এর ডানে অবস্থিত নুমেরিক বাটন গুলো থেকে ১২৩৪  ইত্যাদি নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে নিচে দেওয়া শর্টকাট কী গুলো দেখে দেখে আপনার প্রয়োজনীয় চিহ্নের নাম্বারটি মনে রেখে দিন।

Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol
Alt + 0176 …°……degre­e symbol
Alt + 0177 …±….plus-or­-minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fractio­n, three-fourths
Alt + 0215 ….×…..multi­plication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. ­upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..bla­ck smiley face
Alt + 15…..☼…..su­n
Alt + 12……♀…..f emale sign
Alt + 11…..♂……m­ale sign
Alt + 6…….♠…..s­pade
Alt + 5…….♣…… ­Club
Alt + 3…………. ­Heart
Alt + 4…….♦…… ­Diamond
Alt + 13……♪…..e­ighth note
Alt + 14……♫…… ­beamed eighth note
Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)
Alt + 251…..√…..s­quare root check mark
Alt + 8236…..∞….. ­infinity
Alt + 24…….↑….. ­up arrow
Alt + 25……↓…… ­down arrow
Alt + 26…..→…..ri­ght arrow
Alt + 27……←…..l­eft arrow
Alt + 18…..↕……u­p/down arrow
Alt + 29……↔… left right arrow
Alt + 0128….€…. Euro

আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

Benefits Of Technology and Science

Benefits Of Technology and Science


In that article, We will disclose benefits of technology and Science. Allah/God blessed men with fantastic brain, men discover many innovations, discoveries by using of nature & surrounding, science and technology make life easier.


Benefits Of Technology:

Man discover the art of making fire, by science we move go forward with the use of technology. We get advance tool from from telephone to internet, cycle to car, car to rockets, calculators to computer, computers to mini computers too much discoveries & inventions make our lives easier because of science.

Every field like communication, education, engineering, medicine etc work fast due to advance technology.

Science impact & fear of unthinkable:
Science is ubiquitous. It has great effects on our lives, people fear that, it can’t possibly be accepted , science help us to discover all facts. Which are hidden , can’t be discover easily. According to Charles pierce.

There is one thing even more vital to science than intelligent methods & that is the science desire to find out the truth, whatever it may be.Charles pierce

Our lives depends on science & technology. Without science & technology, We are nothing. We create science and technology, our lives controlled by it. We get many benefits from science. It helps us in many ways. In the past, When people were not familiar with science & technology. A person did not live longer because at that time there was not concept of medicine. But at the start of last century rate of a person’s life expectancy is increase because of medicine. Science helps to make high quality medicine. A person not only the enjoy of longer life, he also get healthy life. Many diseases , Which vaccinations didn’t introduce. Spread quickly, which result in major loss of life like smallpox, plague and polio etc.  Researches and scientific efforts find the vaccination of such deadly diseases. Such efforts help the public to prevent their lives from these diseases.

Scientific progress in medicine field:
People faced many problems related to their health, But science overcome these problem & makes awareness among people. These precautions such as daily exercise, taking dose of insulin regularly help to maintain health of diabetes patients. Insulin , antibiotics & other medicine are prepared in laboratories by using bacteria. Euthanasia & abortion are the problem of  medicine field. Science only helps to prevent our lives, its up to man to controls the use of technology.

Genetic Engineering & Communication:
Genetic engineering is one of the field of science. It is a science of changing the genetic structure of an animal, plant or other organism in order to make it stronger. It also help in forensic department to examine evidence to help police solve crimes. It gives lot of benefits, it also help in making law odd nation.

World become a global village because of science & technology, in past telegraphs were use as a modern technology. Now in means of communication technology work very fast & great tools are used for communication like internet, email, mobile and tablets.  Technology create links between people from all over the world. Science work as a friend of humanity, it helps to increase the speed of means of communication. People who are in distance of hundred miles can now connect with their friends & relatives in few minutes just they are far from a click.

Computer the Greatest Boon Offered by Science:
Science makes our lives better or easier, Computers are the great form of technology. It solve our big calculation in few seconds with any mistake. A manual work, Which handle three to four people in months, Computer solve their problem alone, it took few days to work out. Today every work is computerized, with this technology our lives are incomplete. Internet makes computer more beneficial. People share information, data, make new friend & to communicate. According to John Evans.

The internet is like a giant jellyfish. You can’t step on it, You can’t go around it. You have got to get through it.John Evans

Internet helps people not only in education also helps in scientific research & journal articles.

Science Protect Nation from War:
Science & technology also keeps nation protect them from war & other disasters. Nuclear weapons & other weapons built by nation to protect themselves from enemies. Many people use such weapons unethically. Which destroy the peace of world, man should control the use of technology, Use it only of protection & keep peace in world.

Thursday, 13 April 2017

Water Pollution - Essay / Compositions / Paragraph


Water Pollution
Introduction:
Water pollution is the contamination of water bodies like rivers, lakes, oceans, groundwater etc. This form of environmental pollution occurs when pollutants are directly or indirectly released into water bodies without sufficient treatment to remove harmful compounds. The other name of water is life. Indeed, water is an essential for human, animal and plant life. But around the world, water is severely becoming polluted mainly because of various man-made situations. 

Causes of water pollution: 
Water pollution comes in many forms; agricultural, urban runoff, industrial, sedimentary, animal wastes, and leeching from landfills etc. The huge amount of fertilizers and pesticides applied on fields leech in to the soil and pollute underground water.  They are also swept off the soils by rain and wind, which causes mass contamination. Industrial wastes from factories are often dumped in rivers and canals. Such wastes decrease oxygen level of water and destroy marine life.Moreover, due to improper sanitation management, rivers and canals have become the major disposal place for human & animal excreta.  Arsenic pollution is also one of the leading causes of water pollution.
Effects of water pollution:
The effects of water pollution are severe. Such pollution causes epidemic and long term diseases. Access to pure water has become very limited especially in slums. Not just humans, water pollution affects the entire biosphere. Plants and organisms living in the water bodies are affected badly.

Remedies:
Water pollution has become a serious issue for all countries and many acts have been passed around the world to reduce it. Factories and industries must treat their chemicals before discharging them into the water. People should be made aware of it so that they do not pollute the environment and give rise to the issue.

Conclusion:
For our own sake, we must prevent water pollution by any means in personal and government level. It is our responsibility to keep our water resources safe and clean to have a healthy environment. We should do this for us and also for other living inhabitants of the Earth.  After all, we have to bear the consequences if we do not take necessary measures to reduce water pollution.

Newspaper - Essay / Compositions / Paragraph



Newspaper
Introduction:
Newspaper is a paper which contains news of events happening around the world. Newspaper has brought the whole world to our doorstep. It has become such an important item in our daily life that we cannot imagine even a day without it. Many people start their day with a newspaper and a cup of tea. It is considered the storehouse of knowledge.

History:
The newspaper was first published in China. As it was hand written on silk, technically it cannot be considered as a newspaper. In this subcontinent "India Hickey's Bengal Gazette" is the first published newspaper.  "SamacharDarpan" is the first Bangla Newspaper published by the missionaries of Sreerampur.

Uses and Importance:
There are many types of newspapers such as daily, weekly, monthly etc. There are also newspapers specialized on a particular topic, such as business newspapers, sports newspaper etc. 

Man’s thirst for knowledge is eternal. Newspapers serve as a great source of knowledge. It contains information of all kinds of events happening at every corner of the world. Newspapers create a bridge of information between two furthest countries. It carries the news of natural disasters, political issues, accidents, success of one country to all other countries etc. A person can just travel the world by taking a glance at a newspaper.

People read newspapers to gain pleasure and knowledge. Businessmen read the business section to remain updated about national and international market. Sports fans go through the sports section whereas, job seekers go through the advertisement columns and movie lovers go through the cinema page to know about their favorite actors and actresses. Besides, newspaper also has section for health, children and women, comics etc. Nowadays newspaper has special section for students too. It also has a section for new writers for publishing their work. On important occasions it publishes supplements. Nowadays newspaper can be read online too.

Advantages and Disadvantages:
Newspaper is a powerful tool of democracy. It is a powerful mean to propagate political views and form public opinion. Through the newspaper government places its programs, policies and achievements before the people. Newspaper also carries back public criticism, opinion, grievances and suggestions to the government. Thus newspapers serve as a check on the government and non government elements. The reports of oppression catch the attention of the government quickly to take necessary steps.
But newspapers are not entirely flawless. Often they serve under political parties. Sometimes they provide wrong news and mislead people. Thus great chaos and accidents take place. Often they publish wrong advertisements to cheat people.

Conclusion:
The benefits of newspapers outrun its drawbacks. Reading a newspaper daily is a very good habit. It teaches us to become broad minded and intelligent. Thus newspaper has become an inseparable element of daily life.

Pohela Baishakh - Essay / Compositions / Paragraph


Pohela Baishakh
Introduction:
Pohela Boishakh is one of the most celebrated traditions of Bengali culture. It is the leading festival of Bangladesh which represents our ties with the very roots of our culture. It is the first day of Bengali New Year and is celebrated on 14th April in Bangladesh, West Bengal, Assam, Tripura and worldwide among all Bengalis.

History behind this day:
The origin of Pohela Boishakh goes back to the Mughal reign of Emperor Akbar. At that time all agricultural taxes were collected according to the Hijri calendar, which differed with the harvest cycle. For this reason, farmers struggled to pay taxes out of season. In order to justify tax collection, Akbar ordered a reform of the calendar. The New Year became known as “Bangla Year”, generally known as “Bongabdo”. It was customary to clear up all dues, taxes, and loan payments on the last day of the Bengali Year (last day of Choitro). On the pohelaboishakh, the landlords used to distribute sweets among their tenants, and businessmen and shopkeepers would open a new book of accounts called “Halkhata” and lock their old ones. Since then people started celebrating the beginning of a new year with happiness and joy.

Importance of this day:
Nowadays the most gorgeous celebration of Pohelaboishakh occurs in Dhaka. The celebration starts at dawn by the beautiful performance of Chhayanat with Rabindranath Tagore’s song “Esho hey Baishakh” under the banyan tree at Ramna. A traditional colorful procession organized by the students of the Faculty of Fine Arts (Charukala) of Dhaka University floods the roads at morning. The procession has a different theme relevant to the country’s culture and politics every year. People carry colorful masks and sculptures and join the procession bursting with joy and spirit. Women wear white sari with red border and men wear punjabi pajama. These are the signature attires of our Bangladeshi culture. Girls beautify their appearances by colorful flowers and children draw paintings in their faces. The busy roads of the city becomes crowded with thousands of people, walking, eating and greeting each other.

How the day is celebrated:
The boishakhi fair has become an inseparable part of PohelaBoishakh tradition. In both cities and villages, people of all ages crowd around a boishakhi fair. Different stalls are put up to display various toys, show pieces, fancy items etc. The ferries wheel is the major attraction of such a fair. People of all age love to ride on a ferries wheel. Beautiful handmade masks and traditional handicrafts are sold. Moreover, people celebrate their love for Bengali culture by eating traditional foods such as “Panta Bhat” (rice soaked in water), green chilies, onion, and fried Hilsa fish. Traditional pitha, batasha, muri-murki brings back rural flavor in our mouth. Jatrapala are staged and Jari, Sari songs are performed by sufi and folk singers. Puppet shows and magic shows amuse and entertain people.
Other traditional events held to celebrate PohelaBoishakh include bull racing in Munshiganj, wrestling in Chittagong, boat racing, cockfights, pigeon racing etc.

Conclusion:
PohelaBoishakh is a colorful day which connects us with our roots, our culture, and our tradition. The festive celebration teaches us to end a year and begin a new one in a style that is our own identity. Thus Pohelaboishakh has become the signature festival of Bangladesh.

Wednesday, 12 April 2017

দন্ড কলস - ভেষজ উদ্ভিদ

By on 03:55

প্রিয় ভিউয়ারস আজ আপনাদের মাঝে একটি ভেষজ উদ্ভিদের গুণাগুণ শেয়ার
 করতে যাচ্ছি, তো চলুন জানা যাক........
উদ্ভিদ টির নাম হল দন্ড কলস।


অন্যান্য স্থানীয় নাম: শ্বেতদ্রোন, ডুলফি, হলকষা, দেবদ্রোন
বৈজ্ঞানিক নাম : Leucas aspera
পরিবার : Labiatae
প্রধান ব্যবহার :ওষুধি এবং খাদ্য
অন্যান্য ব্যবহার :ওষুধি এবং খাদ্য
বিস্তারিতঃ

দন্ডকলস বর্ষজীবী অল্প সংখ্যক শাখা-প্রশাখা বিশিস্ট উদ্ভিদ। এর কান্ড খাড়া, চার কোণাকার, কিছুটা শক্ত। পাতা গাঢ় সবুজ রংয়ের, লম্বাটে বল্লমাকৃতির।
দন্ডকলস রবি মেৌসুমে অর্থাৎ শীতকালে রবি ফসলের ক্ষেতে বেশী পরিমাণে জন্মাতে দেখা যায়। এছাড়া সরিষা, খেসারী, মসুর প্রভৃতির ক্ষেতে বেশী জন্মে থাকে। সাধারণত এটা উঁচু জমিতে বৃদ্ধি এবং বিস্তৃতি বেশী লাভ করে।
দন্ড কলসের ওষুধি ব্যবহার:
◙ সর্দি জ্বর হয়ে শরীর ব্যথা হলে দন্ডকলসের পাতা সিদ্ধ করে কালিজিরা, রসুন কাঁচা মরিচ ভেঁজে পাটায় বেটে ভর্তা করে ভাত দিয়ে খাওয়ানো হয়।
◙ ছোট বাচ্চাদের সর্দি হলে পাতা বেটে মায়ের দুধের সাথে মিশিয়ে মাথার চাঁদিতে দিয়ে রাখলে সর্দি ভাল হয়ে যায়। এ ছাড়া ছোট বাচ্চাদের সর্দি হলে দন্ডকলসের ফুলের মধু খাওয়ালে ভাল উপকার পাওয়া যায়।
◙ পেট ফাঁপায় ও বদহজম হলে, এই পাতা সিদ্ধ করে ভর্তা করে খেলে সেই দোষটা সেরে যাবে।
◙ বাচ্চা এবং বড়দের চোখে ছানি পড়ে বা পানি পড়ে সেই সময় ২ ফোঁটা রস দিলে ভাল উপকার পাওয়া যায়।
◙ হাঁপানি হলে দন্ডকলসের শিকড় তুলে গোল মরিচের সঙ্গে বেটে খুব ভোরে সূর্য উঠার আগে পিড়িতে সূর্য মুখী হয়ে দাঁড়িয়ে ৩ দিন খেতে হয়। এতে উপকার পাওয়া যায়।
◙ শরীরে বিষ ব্যথা হলে বা বাতের ব্যথায় দন্ডকলস ছেঁচে রস করে খেতে দেয় এতে উপকার পাওয়া যায়।

Friday, 7 April 2017

শব্দভাণ্ডার ও বাংলাশব্দের উৎস - রূপতত্ত্ব

রূপতত্ত্ব- শব্দভাণ্ডার ও বাংলাশব্দের উৎস

অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিই শব্দ। শব্দ আমাদের অতীতের কথা শোনায়। একদিন যা ছিল মানুষের মনে তা মুখে উচ্চারিত হয়ে শব্দরূপে ধরা দেয়। এক একটি নির্দিষ্ট সমাজ বলতে পারে কোন শব্দের কী মানে। এভাবেই যুগ যুগ ধরে বিভিন্ন অভিজ্ঞতালব্ধ মৌলিক শব্দ, প্রত্যয়, উপসর্গ যোগে এবং সমাসের সাহায্যে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে যাচ্ছে। এক সময় যে শব্দ ছিল সবচেয় জনপ্রিয় কালের বিবর্তনে সে শব্দ হয়তো চির কালের জন্য হারিয়ে গেছে। আবার নতুন শব্দ কবি-সাহিত্যিক-গবেষকদের কল্যাণে নবরূপ পেয়েছে। এভাবেই গ্রহণ-বর্জনের মধ্যেদিয়ে লক্ষাধিক শব্দ বাংলা ভাষার অভিধানে স্থান করে নিয়েছে। শব্দই ভাষাকে গতিময় করেছে তাই শব্দকে বলা হয় শব্দব্রহ্ম। ভাষার ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি যা মুখের মাধ্যমে প্রকাশিত অর্থবহ আওয়াজ। এই অর্থবহ আওয়াজের লিখিতরূপ হলো বর্ণ। আর এই অর্থবহ বর্ণ বা বর্ণসমষ্টিকে শব্দ বলে। এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলনই শব্দ।
বাংলা ভাষার অভিধানে যেসব শব্দ আছে অথবা যেসব শব্দ মানুষ স্বতঃস্ফূর্তভাবে, মুখে ব্যবহার করে বা লিখে মনের ভাব প্রকাশ করে সেসব সঞ্চিত শব্দই শব্দভাণ্ডার নামে পরিচিত। যে ভাষার শব্দভাণ্ডার যত উন্নত সেই ভাষা তত সমৃদ্ধ। বাংলা শব্দভাণ্ডার সমৃদ্ধির মূলে রয়েছে আমাদের উত্তরাধিকার থেকে পাওয়া শব্দ। যেগুলো অনেকটা পুরোনো শব্দ। ঋণকরা শব্দ এবং বিভিন্ন নিয়মের মাধ্যমে তৈরিকৃত শব্দ। দুটি উপায়ে শব্দভাণ্ডার বৃদ্ধি করা সম্ভব। (১) শব্দের উৎপত্তি বা উৎস অনুসারে (২) শব্দের গঠন অনুসারে।
‘বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ’ বইতে বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে বলা হয়েছে, কালে কালে বাংলা ভাষা নানা ভাষার সংস্পর্শে এসেছে। যে-সব ভাষার শব্দকে গ্রহণ করে এ ভাষা ক্রমেই সমৃদ্ধ হয়েছে। এর শব্দভাণ্ডারও বেড়েছে। এদেশে মুসলিম শাসনামলে প্রচুর আরবি-ফারসি শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। পরে ইংরেজ শাসনামলে এ ভাষায় গৃহীত হয়েছে অনেক ইংরেজি শব্দ। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষার কিছু কিছু শব্দ স্বাভাবিকভাবেই বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। বাংলা কবিতায় অনুবাদের সূত্রেসংস্কৃতের ঋণ প্রথম থেকেই বিপুল ছিল, পরে উনিশ শতকের গদ্যে তা আরও প্রবল হয়।এছাড়া নানা ভাষা থেকে নানা সূত্রে কিছু কিছু শব্দ বাংলা ভাষায় প্রবেশাধিকার পেয়েছে। বর্তমানে জ্ঞানবিজ্ঞানের চর্চার সূত্রে এবং বিশ্বায়নের প্রভাবে অনেক নতুন নতুন শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়েছে। এর ফলে ভাব প্রকাশের ক্ষমতা ক্রমেই বাড়ছে এবং তা অধিকতর সমৃদ্ধ হচ্ছে।
অস্ট্রিক ভাষা, দ্রাবিড় ভাষা, আর্য অর্থাৎ বৈদিক ভাষা, সংস্কৃত ভাষা (বৈদিক ভাষার সংস্কার), পালি ভাষা, প্রাকৃত ভাষা, অপভ্রংশ, আঞ্চলিক, প্রাদেশিক, বিদেশি ইত্যাদি ভাষার মাধ্যমেই বাংলা ভাষায় এসেছে। উৎস অনুসারে শব্দভাণ্ডারকে কয়েকভাবে বৃদ্ধি করা যায়। যেমন:
১. সংস্কৃত শব্দ: যেসব শব্দ সংস্কৃতভাষা থেকে হুবহু বাংলা ভাষায় এসেছে তাদের সংস্কৃত শব্দ বলে। এর বানান কোন পরিবর্তন হবে না। যেমন: গাত্র, কৃষ্ণ, মস্তক, হস্ত, কর্ণ, বৃক্ষ, মৎস্য, স্বর্ণ ইত্যাদি।
২. খণ্ডসংস্কৃত শব্দ: যেসব শব্দ সংস্কৃতভাষা থেকে অনেকটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে তাদের খণ্ডসংস্কৃত শব্দ বলে। এর বানান সংস্কৃত শব্দ থেকে পরিবর্তন হয়ে যায়। যেমন: গতর, কেষ্ট, গিন্নি, মাথা, হাত, কান, গাছ, মাছ, সোনা, উঠে, করছি, করছিলাম ইত্যাদি। আরো কিছু নমুনা:
সংস্কৃত খণ্ডসংস্কৃত    সংস্কৃত খণ্ডসংস্কৃত    সংস্কৃত খণ্ডসংস্কৃত    সংস্কৃত খণ্ডসংস্কৃত
সূর্য   সূয্যি       বৃষ্টি   বিষ্টি       ক্ষুধা  খিদে       জ্যোৎস্না     জোছনা
শ্রী    ছিরি       গ্রাম   গেরাম      নিমন্ত্রণ নেমন্তন্ন      শ্রাদ্ধ  ছেরাদ্দ
গৃহিণী গিন্নি       ঘৃণা   ঘেন্না       কর্ণ   কান       স্বর্ণ   সোনা
৩. তদ্ভব শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে প্রাকৃতভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দের বানানে ঈ-কার হয়ে যায় ই-কার। ঊ-কার হয়ে যায় উ-কার। ণ-হয়ে যায় ন। য-ফলা থাকে না। যেমন: গা, ঘরনি, কানাই/কানু, বোশেখি, সুয্যি, সোনা, সন্ধে, পহেলা/পয়লা। কিছু তদ্ভব শব্দের নমুনা:
তদ্ভব শব্দ <সংস্কৃত শব্দ
অপরূপ < অপূর্ব
অমিয় < অমৃত
অলখ < অলক্ষে
আইচ < আদিত্য
আখড়া < অক্ষবাট
আঁখি < অক্ষি
আঁচল < অঞ্চল
আজ < অদ্য
আঁটি < অস্থি
আড়াই < অর্ধতৃতীয়
আদিখ্যেতা < আধিক্যতা
আন্ধার < অন্ধকার
আপন < আত্মপন
আমড়া < আম্রাতক
আমি < অস্মাভি
আরশি < আদর্শিকা
আলতা < অলক্তক
আশি < অশীতি
আঁশ < অংশু
আষ < আমিষ
আস্তাবল <stable
আনারস <Ananos
আলমারি < Armario
ইট < ইষ্টক
ইঁদারা < ইন্দ্রাগার
উন্মনা < উৎমনা
উনুন < উষ্মাপন
উবু < ঊর্ধ্ব
এগার < একাদশ
এয়ো < অবিধবা
ওঝা < উপাধ্যায়
কনে < কন্যা
কনুই < কফনিকা
কলা < কদলি
কাছাড়ি < কৃত্যগৃহ
কাঁথা < কন্থা
কাঁদন < ক্রন্দন
কানু < কৃষ্ণ
কাম < কর্ম
কামার < কর্মকার
কাহন < কার্যাপন   
তদ্ভব শব্দ <সংস্কৃত শব্দ
কুমার < কুম্ভকার
কুঁড়ি < কোরক/কমডল
কেয়া < কেতকী
খই < খদিকা
খাজা < খাদ্য
খুদ < খুদ্র
খেয়া < ক্ষেপ
গরজে < গর্জে
গা < গাত্র
গাঁ < গ্রাম
গাং < গঙ্গা
গাজন < গর্জন
গামছা < গামোছা
গারদ < Guard
গুয়া < গুবাক
গোলাপ < গুলো+আব (ফা.)
গোয়াড়ি < গোপবাটিকা
ঘর < গৃহ
ঘরনি < গৃহিণী
চাকা < চক্র
চিড়া < চিপিটক
চৌকা < চতুঙ্ক
ছা < শাবক
জাঁদরেল < General
ঝি < দুহিতা
ঠাঁই < স্থানিক
ঠোঁট < তুণ্ড
দেউটি < দীপবর্তিকা
দুয়ার < দ্বার
দেরাজ < Drawer
নতুন < নূতন
নিশ্চুপ < নিশ্চল+চুপ
পরশে < স্পর্শে
পরান < প্রাণ
পয়লা < প্রথমিল
পাখা < পক্ষ
পুষ্পারতি < পুষ্প+আরতি
পেঁপে < পাপাইয়া (পর্তু)
পোলা < পোতক
ফিরিঙ্গি < Frank
বাঁদর < বানর
তদ্ভব শব্দ <সংস্কৃত শব্দ
তদ্ভব শব্দ সংস্কৃত
বুক < বক্ষ
বুনো < বন্য
বেহুলা < বিপুলা
বোঁচকা < বোগচা (তুর্কি)
বোঁটা < বৃন্ত
ভাত < ভত্ত
ভালো < ভদ্রক
মঞ্চ < মর্ত্য
ময়দা < সেমিদালিস
মাইরি < mary
মাছ < মৎস্য
মাঝ < মধ্য
মাটি < মৃত্তিকা
মাথা < মস্তক
মিনতি < মিন্নত (ফা.)
মেজো < মধ্যক
মোছ < মচ্ছু <শ্মশ্রু
রাখাল <রক্ষপাল
লাট < Lord
শিউলি < শেফালিকা
সতীন < সপত্নী
সঁপা < সমর্পণ
সমঝোতা < সমঝৌতা
সরগ < স্বর্গ
সাঁই < স্বামী
সাঁওতাল < সামন্তপাল
সাঁকো < সংক্রম
সাত < সপ্ত
সাপ< সর্প
সায়র < সাগর
সিঙ্গারা < শৃঙ্গটাক
সিঁথি < সিমন্তিকা
সুন্দর < সুনর
সেজো < সিহ+জ (ফা.)
সেয়ানা < সজ্ঞান
সোনা < স্বর্ণ
সোহাগ < সৌভাগ্য
হাঁটা < হণ্টন
হালকা < লঘুক
গেন্ডারিয়া <Grand Area

৪. আঞ্চলিক শব্দ : বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শব্দকে আঞ্চলিক শব্দ বলে। যেমন: হাত>ড্যানা, ষাঁড়>হাঁড় ইত্যাদি।
৫. দেশি শব্দ : যেসব শব্দ বাংলার আদিবাসীদের (যারা অনার্য যেমন: কোল, মুন্ডা) ভাষা থেকে বাংলা ভাষায় রক্ষিত আছে তাদের দেশি শব্দ বলে। যেমন: কুলা, চুলা, কুড়ি, পেট ইত্যাদি।
৬. প্রাদেশিক শব্দ : সংস্কৃত বাদে ভারতের অন্যান্য প্রদেশের ভাষা থেকে আগত শব্দকে প্রাদেশিক শব্দ বলে। এর বানান পরিবর্তন হয়ে যায়। প্রাদেশিক শব্দ ব্যবসা, বাণিজ্য, মিডিয়ার বদৌলতে বাংলা ভাষায় নিজস্ব স্থান দখল করে চলেছে। তারমধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি উল্লেখযোগ্য। যেমন:
হিন্দি শব্দ    : কাহানি>কাহিনি, ঠান্ডি>ঠান্ডা, পহেলা, দোসরা, ঠিকানা
পাঞ্জাবি শব্দ   : শিখ, চাহিদা
গুজরাটি শব্দ : হরতাল, খদ্দর
মারাঠি শব্দ   : চৌথ বর্গি
সাঁওতালি শব্দ : হাড়িয়া, কম্বল
তামিল শব্দ   : খুকি, কলা/Art, গুরুট>চুরুট
৭. বিদেশি শব্দ : বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষের মাধ্যমে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে তাদের বিদেশি শব্দ বলে। বিদেশি শব্দে সবসময় ই/উ-কার বসে ঙ/ছ/ঞ্জ/ঞ্চ/ণ/ণ্ট/ণ্ড/ষ্ট না বসে ং/স/শ/নজ/ নচ/ন/ ন্ট/ন্ড/স্ট বসে। যেমন: আল্লাহ, ফেরেস্তা, স্কুল/কলেজ, আঁশ, জানালা, সাবান, টেক্কা, কাঁচি, লাশ, চা, চিনি, রিকশা, লুংগি, ডেংগু, ঝান্ডা, লন্ঠন, মিসরি, পসন্দ, তির (ধনুক), ইনজিনিয়ার, সেনচুরি, ব্যাংক, ইনজিন, এন্ড, খ্রিস্টার্ন, স্টল, স্টেশন, স্টোর।
বিদেশি বা অন্যভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় আগত শব্দকেই বিদেশি বা আগন্তুকশব্দ বলে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সেমিটিক/পহলবি (ফারসি) ভাষা থেকে আগত শব্দগুলো ইসলামি সংস্কৃতির শব্দ বলা হয়। এ শাখায় রয়েছে আরবি ফারসির তুর্কি ভাষার শব্দ। বাংলা ভাষায় এসবশব্দের প্রবেশের কারণ ছিল মুসলমান শাসন। তেরশতক থেকে আঠারশতক পর্যন্ত ফারসি রাজভাষা থাকার কারণে ফারসি শব্দ এবং ফারসি শব্দের আশ্রয় নিয়ে আরবির তুর্কি শব্দ প্রবেশ করে। বাংলা ভাষায় প্রায় আড়াই হাজারের মতো আরবি, ফারসি, তুর্কি শব্দ রয়েছে। পুরোনো বাংলায় এসব শব্দ না থাকলেও মধ্যযুগ থেকে এসব শব্দ ব্যবহৃত হতে থাকে। কিছু বিদেশি শব্দের নমুনা:
তুর্কি শব্দ         : চাকু, চাকর, তোপ-দারোগা/তুর্কি বলে ধার ধারোগা।
ইংরেজি শব্দ       : ইংরেজি শব্দ দুপ্রকার।
অনেকটা ইংরেজি উচ্চারণে: ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ।
পরিবর্তিত উচ্চারণে   : পরিবর্তিত উচ্চারণে অনেক শব্দ বাংলায় ব্যবহৃত হচ্ছে। যেমন: গুদাম, পাউরুটি।
চিনা শব্দ         : চা, চিনি, লিচু।
জাপানি শব্দ       : রিকশা, হারিকিরি, হাসনাহেনা।
বর্মি শব্দ         : লুংগি, ফুংগি।
৮. পারিভাষিক শব্দ : বিশেষ অর্থ প্রকাশের জন্য ইংরেজি থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে তাদের পারিভাষিক শব্দ বলে। অন্যভাবে বলা যায়, বাংলা ভাষার প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। যেমন:
পাঠ্যসূচি—syllabus, আইন—act, অম্লজান—oxygen, উদযাপন—hydrogen, নথি—file, প্রশিক্ষণ— training, ব্যবস্থাপক—manager, বেতার—radio, মহাব্যবস্থাপক—general manager, সচিব— secretary, স্নাতক—graduate, স্নাতকোত্তর—post greduate, সমাপ্তি—final, সাময়িকী—periodical, সমীকরণ— equation। উপরের ৮ প্রকার ছাড়াও আরো কিছু শব্দ মৌখিকভাবে তৈরি হয়েছে যা সাধিতশব্দ। যেমন: গুলমারা, গ্যাজানো।