প্রিয় ভিউয়ারস আজ আপনাদের মাঝে একটি ভেষজ উদ্ভিদের গুণাগুণ শেয়ার
করতে যাচ্ছি, তো চলুন জানা যাক........
অন্যান্য স্থানীয় নাম: শ্বেতদ্রোন, ডুলফি, হলকষা, দেবদ্রোন
বৈজ্ঞানিক নাম : Leucas aspera
পরিবার : Labiatae
প্রধান ব্যবহার :ওষুধি এবং খাদ্য
অন্যান্য ব্যবহার :ওষুধি এবং খাদ্য
বিস্তারিতঃ
দন্ডকলস বর্ষজীবী অল্প সংখ্যক শাখা-প্রশাখা বিশিস্ট উদ্ভিদ। এর কান্ড খাড়া, চার কোণাকার, কিছুটা শক্ত। পাতা গাঢ় সবুজ রংয়ের, লম্বাটে বল্লমাকৃতির।
দন্ডকলস রবি মেৌসুমে অর্থাৎ শীতকালে রবি ফসলের ক্ষেতে বেশী পরিমাণে জন্মাতে দেখা যায়। এছাড়া সরিষা, খেসারী, মসুর প্রভৃতির ক্ষেতে বেশী জন্মে থাকে। সাধারণত এটা উঁচু জমিতে বৃদ্ধি এবং বিস্তৃতি বেশী লাভ করে।
দন্ড কলসের ওষুধি ব্যবহার:
◙ সর্দি জ্বর হয়ে শরীর ব্যথা হলে দন্ডকলসের পাতা সিদ্ধ করে কালিজিরা, রসুন কাঁচা মরিচ ভেঁজে পাটায় বেটে ভর্তা করে ভাত দিয়ে খাওয়ানো হয়।
◙ ছোট বাচ্চাদের সর্দি হলে পাতা বেটে মায়ের দুধের সাথে মিশিয়ে মাথার চাঁদিতে দিয়ে রাখলে সর্দি ভাল হয়ে যায়। এ ছাড়া ছোট বাচ্চাদের সর্দি হলে দন্ডকলসের ফুলের মধু খাওয়ালে ভাল উপকার পাওয়া যায়।
◙ পেট ফাঁপায় ও বদহজম হলে, এই পাতা সিদ্ধ করে ভর্তা করে খেলে সেই দোষটা সেরে যাবে।
◙ বাচ্চা এবং বড়দের চোখে ছানি পড়ে বা পানি পড়ে সেই সময় ২ ফোঁটা রস দিলে ভাল উপকার পাওয়া যায়।
◙ হাঁপানি হলে দন্ডকলসের শিকড় তুলে গোল মরিচের সঙ্গে বেটে খুব ভোরে সূর্য উঠার আগে পিড়িতে সূর্য মুখী হয়ে দাঁড়িয়ে ৩ দিন খেতে হয়। এতে উপকার পাওয়া যায়।
◙ শরীরে বিষ ব্যথা হলে বা বাতের ব্যথায় দন্ডকলস ছেঁচে রস করে খেতে দেয় এতে উপকার পাওয়া যায়।
0 comments:
Post a Comment