১। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়- ২০০০ সালে।
২। পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন- লর্ড কার্জন।
৩। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?। – মুর্শিদ কুলী খান।
৪। প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান- BADC
৫। সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু- ৭০.৮
৬। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা- ৪.৪
৭। যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক- বরিশাল বিভাগ
৮। ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার- ৭.০৫%
৯। বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা-৮টি
১০। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে? – ২ ভাগে
১১। বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানি করে-চীন
১২। আলুর একটি জাত- ডায়মন্ড
১৩। বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয়- ইরি ধান
১৪। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?- সপ্তম
১৫। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে- ১৩৭
১৬। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
১৭। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে- বাণিজ্য মন্ত্রণালয়
১৮। যে জেলায় হাজংদের বসবাস নেই- বাংলাপিডিয়া অনুযায়ী এই চার জেলাতেই হাজংরা বাস করে
১৯। মাত্র ১টি সংসদীয় আসন- রাঙ্গামাটি জেলায়
২০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে – আলমগীর কবির
২১। জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি?- স্পীকারের ভোট
২২। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত- ১০০:১০০.৩
২৩। NILG এর পূর্ণরূপ- National Institute of Local Government
২৪। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল- নৌকা
২৫। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?- মালয়েশিয়া
২৬। বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব- বীর বিক্রম
২৭। ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়- ম্যাগনাকার্টা
২৮। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে- ডেনমার্কে
২৯। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর- পেট্রাপোল
৩০। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা- ২৮টি।
আন্তর্জাতিক
১। নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?- অক্সিজেন
২। BRICS এর সদর দপ্তর কোথায়? – সাংহাই
৩। World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?- World Bank
৪। SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?- ১৯৬৯
৫। ‘Black Lives Matter’ কি?- বর্ণবাদ বিরোধী আন্দোলন
৬। মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি- রাশিয়া
৭। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড- ভারত ও নেপাল
৮। সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?- Street View’s
৯। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে- IPCC
১০। IMF এর সদর দপ্তর অবস্থিত- ওয়াশিংটন ডিসি
১১। জাতিসংঘের স্থায়ী সদস্য:- ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন
১২। ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য- ২০০ নটিক্যাল মাইল
১৩। সলোমন-দীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?- প্রশান্ত মহাসাগর
১৪। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?- উইঘুর
১৫। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint comprehensive plan of Action নামে পরিচিত তা সই হয়- ১৪ জুলাই ২০১৫
১৬। গ্রীন পিস যাত্রা শুরু করে- ১৯৭১
১৭। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?- NATO
।১৮। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?- ২৫%
১৯। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?- IFC
২০। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?- ফ্রান্স