বাংলা
১ । কোনটি বাগধারা বোঝায়?- শিরে সংক্রান্তি
২। কোনটি মৌলিক শব্দ?- গোলাপ
৩ । বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্ৰন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?- বাংলা সাহিত্যের কথা
৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?- হাসান হাফিজুর রহমান
৫ । নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?- ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃষ্বসা
৬। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?- সেলিম আল দীন
৭। সমভিব্যাহারে শব্দটির অর্থ কী?- একযোগে
৮। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?- প্রেমরস
৯। ড. মুহাম্মদ শহীদ্দুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী- Budhist mystic Songs
১০।পূর্ববঙগ গীতিকার লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?- দীনেশচন্দ্র সেন
১১।চর্যাচর্যবিনিশ্চয় এর অর্থ কী?- কোনটি আচরণীয়, আর কোনটি নয়
১২। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?- নাথধর্ম
১৩। শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-রাম প্রসাদ সেন
১৪। অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা কে?- হূমায়ুন আজাদ
১৫। শব্দের পরিভাষা কোনটি যথার্থ?- শুল্ক
১৬। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন?-
১৭। প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?- বিষাদ সিন্ধু
১৮। মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।কার উক্তি?- মীর মশাররফ হোসেন
১৯। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?- দ্বিতীয় ও চতুর্থ
২০। কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?- দেশি উপসর্গ
২১। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?- মাত্রাবৃত্ত
২২। নিচের কোনটি অশুদ্ধ?- দোষী-নির্দোষী
২৩। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?- দীনেশরঞ্জন দাশ
২৪। আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে নিছনি কী অর্থে ব্যবহৃত হয়েছে?- পূজা
২৫। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্মকে বলেছেন?-মোতাহের হোসেন চৌধুরী
২৬। কোন বাক্যটি শুদ্ধ?- তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
২৭। Ode কী?- খন্ড কবিতা
২৮। মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?- ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব
২৯। জলে-স্থলে কী সমাস?- অলুক দ্বন্দ্ব
৩০। কোন ধরনের স্বরধ্বনি?- যৌগিক স্বরধনি
৩১। বিস্মায়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?- বিস্ময় দ্বারা আপন্ন
৩২। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?- পানিপথের যুদ্ধ
৩৩। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?- অলীক মানুষ
৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঙ্গলি কাব্য প্রকাশিত হয় কত সনে?- ১৯১০
৩৫। আসাদের শার্ট কবিতার লেখক কে?- শামসুর রাহমান
0 comments:
Post a Comment