এক অন্যরকম উত্তরপত্র

Sunday, 2 April 2017

37th BCS Preliminary MCQ Question solution- NT-MD-SS

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন



১। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীল মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?- দায়িত্বশীলতা
২। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?- সত্য ও ন্যায়
৩। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?-সুশাসনের ক্ষেত্রে উচ্চ্ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
৪। UNDP সুশাসন নিশ্চিতকরণের কয়টি উপাদান উল্লেখ করেছে?- ৬টি
৫। নৈতিক শক্তির প্রধান উপাদান কি?- সততা ও নিষ্ঠা
৬। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল?-সুশাসন
৭। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?- নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
৮। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?- সংবাদ মাধ্যম
৯। সরকারী সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?- সৃজনশীলতা
১০। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় উক্তিটি কার?- ম্যাককরনী

0 comments:

Post a Comment