এক অন্যরকম উত্তরপত্র

Monday, 6 February 2017

ছুটি - রবীন্দ্রনাথ ঠাকুর

ছুটি 
রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘেরে কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি।

কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি,

আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি।

0 comments:

Post a Comment