এক অন্যরকম উত্তরপত্র

Wednesday, 8 February 2017

আমি হব সকাল বেলার পাখি - কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি

কাজী নজরুল ইসলাম

"আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে
উঠব আমি ডাকি।

"সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
'হয়নি সকাল, ঘুমোও এখন',
মা বলবেন রেগে।

বলব আমি- 'আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে নাক'?

আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ?
তোমার ছেলে উঠবে মা গো
রাত পোহাবে তবে।

0 comments:

Post a Comment