পারিভাষিক শব্দ
অভিধানে পরিভাষার অর্থ সংক্ষেপার্থ শব্দ। অর্থাৎ যে শব্দের দ্বারা সংক্ষেপে কোন বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাই পরিভাষা। সাধারণত পরিভাষা বললে এমন শব্দ বা শব্দাবলি বোঝায় যার অর্থ পণ্ডিতগণের সম্মতিতে স্থিরীকৃত হয়েছে এবং যা দর্শন বিজ্ঞানের আলোচনায় প্রয়োগ করলে অর্থবোধে সংশয় ঘটে না। অন্যভাবে বলা যায়, সুনির্দিষ্ট সংক্ষেপার্থ সংশয়মুক্ত শব্দই হলো পরিভাষা। সহজভাবে বললে, বিশেষ ভাষা। ইংরেজি শব্দের স্বাদ, গন্ধ, বৈশিষ্ট্য, চরিত্র, সম্পর্ক, অর্থ ইত্যাদি অনুসারে বাংলা শব্দে রূপ দেয়া হয় তাকে পারিভাষিক শব্দ বলে। যেমন : Oxygen-অম্লজান, Act-আইন, Farm- খামার।
বিশিষ্ট তিন ভাষাবিদের অভিমত
সৈয়দ আলী আহসান: বাংলাদেশের প্রতি প্রকৃতির দিকে এবং বোধগম্যতার দিকে লক্ষ্য রেখে আমাদের পরিভাষা নির্মাণ করতে হবে। যেখানে আরবি ফারসির প্রয়োগ সমীচীন সেখানে আরবি, ফারসি এবং যেখানে সংস্কৃতের প্রয়োজন সেখানে সংস্কৃত-এটাই আমাদের আদর্শ হওয়া উচিত।
সৈয়দ আলী আহসানের পরিভাষা নীতি—যে বিদেশি শব্দগুলোর অতিরিক্ত প্রয়োগে একটি সবল এবং সুষ্ঠুরূপ নিয়েছে সেগুলোর পরিবর্তন না করা। জটিল বৈজ্ঞানিক শব্দ যেগুলোর কোন প্রতিরূপ আমাদের ভাষায় নাই >সেগুলো অবিকৃত রাখা। যেগুলো ব্যাখ্যা চলে এবং ব্যাখ্যা করলেই আমাদের কাছে স্পষ্ট হয়-একমাত্র সেগুলোরই প্রতিশব্দ নির্মাণ করা।
মুহম্মদ আব্দুল হাই: যতটা সম্ভব বাংলা ভাষার ধর্ম, তার শ্রুতিমাধুর্য এবং ব্যবহারিক প্রয়োজনের দিক লক্ষ্য রেখে সংস্কৃত ও আরবি ভাষার শব্দ মূলের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হবে।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর অভিমত: বাংলা গদ্যের সাহিত্যিক ব্যবহারের প্রারম্ভ থেকেই পরিভাষার জন্য সংস্কৃতের সাহায্য লওয়া হচ্ছে। আমি মনে করি যে বাংলা ভাষার এই ঐতিহ্যের দিকে লক্ষ্য করে আমরা একদম সংস্কৃত বর্জন করতে পারি না। সেইরূপ রাষ্ট্রীয় প্রয়োজনের দিকে লক্ষ্য করে আরবির ফারসিও আমরা অগ্রাহ্য করতে পারি না।
বাংলা পরিভাষা নির্মাণের ইতিহাস
১৭৭২ সালের ১৫ই আগস্ট প্রতি জেলায় দেওয়ানি বিচারের জন্য মফস্বলে দেওয়ানি আদালত স্থাপিত হয়। ১৭৭৫ সালে স্থাপিত হয় কলকাতায় সুপ্রীম কোর্ট। ১৭৯৭ সালে ব্রিটিশ পার্লামেন্ট আইন প্রণয়ন করেন। ওই আইনের রেগুলেশন খাতে সরকার ইচ্ছামত পরিবর্তন না করতে পারে সে ব্যাপারে নির্দেশ থাকে। প্রতিটি রেগুলেশন মুদ্রিত এবং দেশি ভাষায় অনূদিত হবারও নির্দেশ থাকে। এই আবশ্যিক অনুবাদের মাধ্যমে এদেশে আইনের অনুবাদ শুরু হয়। ফলে ১৭৭৬ সাল থেকে ১৭৯৭-৯৮ সাল পর্যন্ত জেন্টু কোড, অর্ডিন্যান্স অভমনু, এ ডাইজেস্ট অব হিন্দুল (১৭৭৬-১৭৯৮) প্রণয়নে সংস্কৃত থেকে ইংরেজি পরিভাষা নির্মাণের গোড়াপত্তন হয়। বাংলায় পরিভাষা নির্মাণের গোড়াপত্তন হয় ১৭৮৪ খ্রিস্টাব্দে। ১৭৮৪ সালে জনাথান ডানকানের ‘হইবার কারণ ধারার নিয়ম বাংলা ভাষায়’র বাংলা হরফে প্রকাশ হবার মধ্য দিয়েই বাংলা পরিভাষার সূচনা হয়। এ ধারা অব্যাহত থাকে ১৮৯৩ সাল পর্যন্ত। ১৮৯৪ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে যা ব্যাপক পরিণতরূপ পায়। বিগত দুইশ বছরে বঙ্গীয় সাহিত্য পরিষদের পাশাপাশি পরিভাষা নির্মাণে অবদান রেখেছেন ফেলিকস কেরি, জনমেক, উইলসন, পীয়ারসন বৃটন প্রমুখ মনীষী থেকে শুরু করে অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম চন্দ্র, বিপিনবিহারী দাস, রাজেন্দ্রলাল মিত্র, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, যোগেশচন্দ্র, ড. রঘুবীর, বি এন শীল, সুনীতিকুমার, রাজশেখর বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ প্রমুখ উল্লেখযোগ্য।
বাংলাদেশের পরিভাষা
১৯৪৭ সালে পূর্বপাকিস্তান নামকরাষ্ট্র জন্মাবার পর শিশুরাষ্ট্রে ভাষা সংকট দেখা দেয়। ১৯৪৮ সালে রাষ্ট্রভাষার প্রশ্নে জিন্নাহর দাম্ভিক ঘোষণা পূর্ববঙ্গবাসীদের মর্মাহত করে। যার পরিণতি ১৯৫২ সালে রক্তাক্ত মহান ভাষা আন্দোলন। অনেক রক্তের বিনিময়ে ১৯৫৬ সালে পশ্চিমা শাসকরা উর্দুর সঙ্গে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। সেদিন পূর্ববঙ্গের বাঙালিরা ভাষার প্রশ্নে ছিল উত্তপ্ত ও উদ্বেলিত। বাংলা অক্ষর, ভাষা ও ব্যাকরণকে সহজ করার জন্য বাঙালিরা ২টি সংস্থার জন্ম দেয়। বাংলা ভাষা পরিকল্পনায় এদুটো প্রতিষ্ঠানই মুখ্য ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, টেকস্টবুক বোর্ড তখনও গৌণ। এসব প্রতিষ্ঠান নিজনিজ ক্ষেত্রে প্রয়োজন মতো পরিভাষা প্রণয়নে ভূমিকা রাখে। বাংলা একাডেমি (১৯৫৭) ও বাংলা উন্নয়ন বোর্ড (১৯৬৩)। এদেশে পরিভাষা সম্পর্কিত চিন্তার সূত্রপাত হয়। মুহম্মদ আব্দুল হাই-এর ‘আমাদের পরিভাষা সমস্যায় সংস্কৃতের স্থান’ (১৯৬১) এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ ‘আমাদের পরিভাষা সমস্যা’ (১৯৬২) প্রবন্ধ দুটি পরিভাষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশে পরিভাষা প্রণয়নে ৩ জন মনীষীর নাম স্মরণযোগ্য। যেমন : আব্দুল হাই, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান।
পরিভাষার বৈশিষ্ট্য
পরিভাষার ৪টি বৈশিষ্ট্য রয়েছে।
যেমন: সর্বজন স্বীকৃতি, স্বাভাবিকতা, বিশিষ্টার্থ প্রয়োগ, আড়ষ্টত্বহীনতা
পরিভাষা নির্মাণের উপায়: ৪টি উপায়ে পরিভাষা নির্মাণ করা যায়।
যেমন:
১. পূর্ব ব্যবহৃত শব্দ ও শব্দাংশ জুড়ে। যেমন: উপাচার্য (Vice Chancellor)
২. পূর্ব ব্যবহৃত শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে। যেমন: বর্ণ (রং)>কিন্তু ব্যাকরণে ধ্বনি সংকেত।
৩. অন্য ভাষা থেকে শব্দ ধার করে। যেমন: Green>সবুজ (ফারসি)-এর বাংলা নাই।
৪. সোজাসুজি নতুন শব্দ নির্মাণ করে। যেমন: Circle>চক্র।
পরিভাষা নির্মাণের রীতি
পরিভাষা নির্মাণের ৩টি রীতি রয়েছে। যেমন:
১. ঋণ: ঋণ শব্দ অপরিবর্তিত থাকাই শ্রেয়। যেমন: অতি প্রচলিত ঋণ শব্দ।
২. ঋণ অনুবাদ: পুরনো শব্দ, অপ্রচলিত শব্দ কিংবা অর্ধবিস্মৃত শব্দই এর উৎস।
যেমন: epenthesis-অপিনিহিত, en = নি, thisis = হিতি, up = উজান।
৩. নির্মাণ>সংস্কৃত, আরবি, ফারসি এর উৎস। যেমন: fact-তথ্য।
পারিভাষিক শব্দের নমুনা
১. রসায়ন
Aberration — বিচ্যুতি
Absolute — পরম/ খাঁটি/আসল
Bronze — তামা
Extraction — নিষ্কাশন
|
Hydrogen — উদজান
Nitrogen — যবক্ষারজান
Neutron — নিষ্ক্রিয় কর্মা/ তড়িৎ বিহীন কথা
Oxygen — অম্লজান
|
৩. পদার্থ বিদ্যা
Arc — চাপ
Axis — অক্ষ
Axis of rotation — ঘূর্ণাক্ষ
Cell — সেল
|
Central force — কেন্দ্রিক বল
Chance — দৈব
Inlet — প্রবেশ পথ
|
৪. ভূবিদ্যা
Ablation — ক্ষয়
৫. মৃৎবিজ্ঞান
Buffer elements — নিরপেক্ষ উৎপাদন
Bulk density — আকারের ঘনত্ব
Calcium — ক্যালসিয়াম
|
Calcium carbonate — খড়িমাটি
Capillary force — কৈশিক শক্তি
|
৬. তথ্য গণিত
Absolute — স্বকীয়
Applied statistics — ফলিত বা ব্যবহারিক তথ্য গঠিত
|
Job evaluation — কার্যের মূল্যায়ন
|
৭. গণিত শাস্ত্র
Eccentr Icity — রাশি/রাশিমালা
Expression — সসীম
|
Fundamental rules — মূল নিয়ম
Integral number — পূর্ণসংখ্যা
|
৮. রাষ্ট্র বিজ্ঞান
Knave — প্রতারক
Legal — বৈধ
|
Nationality — জাতীয়তা
|
বর্ণভিত্তিক পারিভাষিক শব্দের নমুনা
A
Absent — স্থত, গরহাজির
A.C — খ্রিস্টপূর্ব
A/C — হিসাব
Academy — বিদ্যাপীঠ
Act — আইন
Auxiliary — সহায়ক
Average — গড়, গড়পড়তা
|
B
By-law — উপধারা, উপবিধি
Back-ground — পটভূমি
Back-bone — মেরুদণ্ড
B.C — খ্রিস্টপূর্ব
Bearer — বাহক
Bill — মূল্যপত্র
Blacklist — দুষ্ট সূচি
Breath — শ্বাস-প্রশ্বাস
|
C
Cable — তার
Coin — মুদ্রা
Collection — আদায়, সংগ্রহ
Colony — উপনিবেশ, সঙ্ঘ
Complemen — পূরণ, প্রতিপূরণ
Complex — জটিল, মিশ্র
Compliment — সৌজন্য
|
Control Room — নিয়ন্ত্রণ কক্ষ
Crisis — সংকট
Criminal Law — দণ্ডবিধি
Forum — ভাস্থল, ফোরাম, বিচারালয়
Fund — তহবিল
Cyclic — আবর্ত, বৃত্তস্থ
Cyclone — ঘূর্ণিঝড়
|
D
Data — উপাত্ত, তথ্য
Deal — ব্যবসায়ের চুক্তি
Duplication — অনুলিপি, অনুবর্তন
Dairy — দোহশালা
|
Dead lock — অচলাবস্থা
Dealer — পরিবেশক, ব্যাপারি
Duty — কর্তব্য, কার্য, শুল্ক
Dynamite — বিস্ফোরক বিশেষ
|
E
Economic — মিতব্যয়ী, অর্থনৈতিক
Exhibition — প্রদর্শনী, মেলা
Expert — বিশেষজ্ঞ, দক্ষ
|
Eyewash — ধোঁকা
Eye evidence — চাক্ষুষ প্রমাণ
|
F
Fact — প্রকৃত ঘটনা, তথ্য
Factor — কারণ, উৎপাদক, গুণক
Faculty — অনুষদ, মনোবৃত্তি
Fair Price — ন্যায্যমূল্য
Farce — প্রহসন, হাসির নাটক
Farm — খামার
Fascism — ফ্যাসিবাদ
|
Formula — সূত্র
Fulltime — পূর্ণকাল
Magnet — চুম্বক
Machine — যন্ত্র, কল
Machinetools — যন্ত্রপাতি
Magazine — সাময়িকপত্র, বারুদখানা
|
G
Gazette — ঘোষণা
Gazetted — ঘোষিত
Guilty — অপরাধী
|
Guide-Book — নির্দেশিকা, নির্দেশ গ্রন্থ
Guard — রক্ষী, প্রহরী
|
H
Hand-Bill — ইশতেহার, প্রচারপত্র
Hostile — শত্রুভাবাপন্ন
Hostess — বাড়িওয়ালা
|
House Wife — গৃহিণী/গিন্নি
Hygiene — স্বাস্থ্যবিদ্যা
|
I
Irrigation — সেচ
Initial — প্রারম্ভিক
Introduction — ভূমিকা
|
Invigilator — পরীক্ষা-পরিদর্শক
Invitation — আমন্ত্রণ, নিমন্ত্রণ
Issue — প্রেরণ, প্রচার, প্রদান
|
J
Job — কাজ, চাকরি, কর্ম
Jail — কারাগার, জেল
Judge — বিচারক
|
Jointventure — যৌথ প্রচেষ্টা
Journalism — সাংবাদিকতা
|
K
Kingdom — রাজ্য
Knight — সম্ভ্রান্ত, বংশীয়
Kindness — দয়া
|
Keeper — রক্ষক
Kiln — ভাটি
Knowledge — কৌশল, জ্ঞান
|
L
Liver — যকৃত
Lawyer — আইনজ্ঞ
Laboratory — পরীক্ষাগার
|
Leisure — অবকাশ
Landing — অবরোহণ, অবতরণ
Land Lord — জমিদার, ভূস্বামী
|
M
Magistrate — শাসক
Muscle — পেশী
Memo — স্মারক
Urban — পৌর, শহর
|
Urine — প্রস্রাব, মূত্র
Urgent — জরুরি
Union — সংযোগ, মিল, সম্মেলন
Urinal — প্রস্রাবের স্থানে, মূত্রাধার
|
N
Nation — জাতি
National — জাতীয়
Nationality — জাতীয়তা
|
Nationalization — জাতীয়করণ
Notice — বিজ্ঞপ্তি
|
O
Oath — শপথ
|
Overseer — উপদর্শক
|
P
Paid — পরিশোধিত
Para — অনুচ্ছেদ
Panel — নামসূচি
|
Parliamentary — সংসদীয়
Parliament — সংসদ
|
Q
Qualification — গুণ, যোগ্যতা
Quarter — চতুর্থাংশ, সিকি; পাদ
|
Quarterly — ত্রৈমাসিক
Quotation — মূল্যজ্ঞাপন, উদ্ধার
|
R
Receipt — রসিদ
Revenue — রাজস্ব
Respiration — শ্বাস, শ্বসন
|
Report — প্রতিবেদন
Ratio — অনুপাত
Reagent — বিকারক
|
S
Salary — বেতন
Salesman — বিক্রয়কর্মী
Sanction — অনুমোদন
|
Script — লিপি
Science — বিজ্ঞান
Secretary General — মহাসচিব
|
T
Technical — কারিগরি
Treasurer — কোষাধ্যক্ষ
|
Tribal — উপজাতীয়
|
U
University — বিশ্ববিদ্যালয়
United Front — যুক্তফ্রন্ট
Universal — সার্বিক, সর্বজনীন
Workshop — কারখানা
|
Worship — পূজা, ধর্মকর্ম
Writer — লেখক, লিপিকার মুরশি
Writing Off — অবলকন
|
V
Visit — সফর
Volcano — আগ্নেয়গিরি
Volunteer — স্বেচ্ছাসেবক
Voucher — রশিদ
Voluntary — স্বেচ্ছাক্রিয়া
Vanity Bag — প্রসাধন ব্যাগ
|
Vegetable — সবজি
Venue — স্থান
Virus — জীবাণু
Visa — প্রবাসাজ্ঞা
Visiting-Card — সাক্ষাৎপত্র, দর্শনপত্র
|
W
Weather — আবহাওয়া
X
X-ray — রঞ্জনরশ্মি
Y
Year — বৎসর
Year-Book — বর্ষপঞ্জি
Yearly — বার্ষিক, বাৎসরিক
|
Yours Sincerely — বিশ্বস্ত, ভবদীয়
Yieldto — নতি স্বীকার করা
|
Z
Zone — অঞ্চল, বলয়, মণ্ডল
Zoo — চিড়িয়াখানা
Zeal For — উৎসাহ
|
Zealous For — উৎসাহী
Zest For — অনুরাগ
|